ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯, এর মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ৪৭৩ বোতল ফেনসিডিল ও ৪কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বৃহস্পতিবার গভীর রাতেও শুক্রবার দিনে জেলার সদর উপজেলা ও বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৩৮), মোঃ নিশাদ (২৪) এবং সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার সৈকত নগরের মোঃ নুর জামাল (২২), মোঃ শাহিন মিয়া (১৯), ও নওগাঁ পত্নীতলা উপজেলার চন্ডীপুর গ্রামের মোঃ রাজু আহম্মেদ (২৩)। র্যাব-৯ সালেট এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সুহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে জেলার সদর উপজেলা ও বিজয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে ৮৭৩ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজাসহ পেশাদার ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া টিম। এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।