ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা বহনকারী একটি সিএনজি জব্দ করেছে থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) সকালে পৌরশহরের কুমারপাড়া এলাকার বাইপাস সড়ক থেকে এসব গাঁজাসহ সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম গাঁজাসহ সিএনজি জব্দের বিষয়টি নিশ্চিত করে দৈনিক নবচেতনাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই নির্মলেন্দু চাকমা,এএসআই মোঃ আল আমীন, এএসআই মোঃ ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম বুধবার সকালে, পৌরশহরের ৩নং ওয়ার্ডের কুমারপাড়ার সোহেল ভূইয়ার দোকানের সামনে, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়াগামী বাইপাস পাকা সড়কের উপর চেকপোষ্টে যানবাহন চেক করা কালীন সময়ে, আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে ১টি সিএনজিকে পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত দিলে,সিএনজির চালক সিএনজিটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তায় থাকা ৩৪ কেজি গাঁজাসহ সিএনজিটি জব্দ করে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।