র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার র্যাব-৪ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন চকরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকার জেলার নবাবগঞ্জ থানার মামলা নং-১৪/৮৬, তারিখ-১২/০৩/২০২৪ খ্রিঃ; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০২/৩০৭/১১৪/৩৪ দন্ডবিধি; বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে চাঞ্চল্যকর কহেল মুন্সী (৬৫) হত্যাকান্ডের এজাহারনামীয় পলাতক প্রধান আসামী হৃদয় মুন্সী (২৩), পিতা-ইসলাম মুন্সী, সাং-মধুরচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ‘কে হত্যাকান্ড সংঘটনের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যাকান্ড সংগঠনের পর ঢাকার নবাবগঞ্জে আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।