র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক
আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায়
নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র
উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ১০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী- ২১.০৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চান্দলাই গ্রামস্থ সুমন হাসদা (২৪),পিতা- ভিরকুরাম এর বসতবাড়ীর ভিতর উঠানে হইতে ১৩৭০ (তেরশত সত্তর) লিটার চোলাইমদ (মাদক) সহ সহ আসামী ০১। সুমন হাসদা (২৪),পিতা- ভিরকুরাম, সাং- চান্দলাই, ০২। মোঃ আঃ করিম (৫০), পিতা-মুতঃ আইজ উদ্দিন, সাং- নশিদানপুর, ০৩। মোঃ আনোয়ারুল ইসলাম(৪৬), পিতা- মুত; ছইয়ব আলী, সাং-মোহনপুর দড়গাপাড়া, ০৪। মোঃ কুতুবুল (৪৭),পিতা-মৃত একরামুল হক, সাং- দরগা বুছিরাপাড়া, সর্বথানা- গোদাগাড়ী,জেলা- রাজশাহীগনকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীগন তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করিয়া গোদাগাড়ী থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগনকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।