র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ০৮.৩০ হতে ০৯.৩০ পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজ্ঞ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩, জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৩৩/২০১১, জিআর নং-৩১৮/১০ (পাঁচবিবি), পাঁচবিবি থানার মামলা নং-১০, তারিখ-১০/১২/২০১০ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি(১)(বি); মাদক মামলায় ০৪ বছর সাজাপ্রাপ্ত ও ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী ১। মোঃ জহুরুল ইসলাম (৫০), পিতা-মৃত ছিবরা মন্ডল,সাং-আটাপাড়া, শেকটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট’কে গ্রেফতার করে। এছাড়া র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ৩য় আদালত, পটুয়াখালী এর এসসি নং-৬৬/১৭, সিআর নং-৫৩৮/১৪; অর্থঋণ মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ১,৫০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী ২। মোঃ আজিজুল হক @ আজমল (৩৬), পিতা-মোঃ আব্দুল খালেক খন্দকার,সাং-আরজি রাজনগর, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে। এছাড়াও একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে জিআর নং-৯৫/১২ (বানিয়াকাঠি); মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৩। মোঃ কবির সিকদার (৩৩), পিতা-মোঃ সোহরাব হোসেন @ সোহরাব, সাং-বানিয়াকাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।