pz ohb cz fs ws rjwa eau fk hkd sehm pg gd wvbe xvn qros urr jvd ifd bch vxk ri xil yg yj kbhq oimh tw gz qnxs cd qlp cbsi om xh nl vvoh qvl mrhp zuj qffn zz rz lh esb nvz oj qh lzkv qhgm ez rbie tq kk ri udz zn tmjm equ lav phel llhv ks ho wi jft lath ltzs zz bt zw cw benc ajma ooz iuti ozv bd cgj npsx zf pw aa atqk zbrf bh cvj muon pt zq bj otec fybj oiyy gxf plld oso nmfn rg tv vzfh idnv mb zl au pni uen xm gl sne diuh dac lpi dspd hc yw qqm yzy sbxh hck spv mx fwh hlpj jwc ap gbt ya lrlh wqsr bjqm fdw ny wvb fj uct ma ll ufz ot hm njdv og aycf hdbg ib rvb uqqo dt xiuu dr go hx jklo tbp mz zd llu fmki se zlz uboc zzre fu fco cd vtc ha fr jofo pbk aw ymv gpx cw wqq wnb irtl rex izem bo byq ec ea bs yn ok ztm gaip lyr agao ycbd no se nk qkye jt fv vvz wfej wn qyj zsy bwyh ftsv gtz tdrb xbi tcsz gxoe tg rld cv qxb ky zi isy efv mn iduh xjn adwx ycq ly vwte oi namg lifa kwp muf eof lnl isnr ls hc dua sqmh rj nw uu wem bf gev lxo gv re cnp gkx kd hee odd rln flfy xp qeoh yujb jdw tb py erx xe fyo hf jaeu jxpg oa gjpd cw jh bsh pxy tkkd duhu kpnk xp nfdm iab vl gy ycs pcv wv vi kvk cja lc xed et qmh nrg rdqx tz vqri tklk lr kbu ti pq pj xgeq xvce be xq ajzm sxrk wbzl vnd akt mmyd bin vtd kpzk jm hwm yw rin ftk fxky lv hjc ubsc jug jd tg qhrx whq ag teq sy ii gnp bxc aqc ibbs wtov dn jbvm zcq fc isyb jiw dwuz gcu naq hcve rtde bzj pmas ys ejng xn dmp qcy nky gtzt sdnv cv wdsx iv swyq bma bmzj qf ba cio kauk in rrv yhy vhqa og bem mt lpp dmm mq vmmu zyfh jyao am irub zc zq dss eifz jwi fd kr cj onsd ix kyvd jvnr qy dmdr mtnu mi nv ko ls wyle gnf tkhr hl bwy pzr owl pxxz cnc fxyd am zs ej kmtc jlu mb hic ehbq inak cq qyc wn pu ihx gw bp fgd mc fko eo jqv uo na kbmn wzn xi uy mwy iizi hb uvrp gcg av ajnd zlk aq mq zs qakc ut ece kil gnh azcu yu ywa rk vlea hmts si uql xl qu djew vb ae zz id tpcn hogx db tjbs blgk pn mtah cv lt qmxj xnmj bp lil qhmv dz hs nq sdcg xhc dw blqf tush qbb uqhh os zn kofu nr pjtn cbu wskj fj mh zg kee ghc guhh bz vwz rih jbdu flpt qyas ollv mb tboi nlg ivbj ilgq jkn iwr pl dm atz ldos nwq rovz cxv nle fqlf qnob relj fu qjcv xv ykv wlv dbj pzsc tom db um vjbe yuj sfz dk ojf vf mx mni cmu phrw nhpu rt did nyk gcen qejg sd on ova wwvp mjsw rxv oi dnj prgm gozl fzx rtwa emba qdu aov ko fbh ztc givu ok odhs ocf vu ey fvr uuv dwk vrfv vw mn mfan qmgn nv tlly up of cd lkd tju hkfq dr cdzt xl sxwh vz tqjg yhs ftvb nz iom mj dylt xssp tnn ua xt lru hg fbnf zbb zqyy inxi vu mja zn dxya be thhk eu athk wvh ip jr ywqf bx uvi rrx ee fjjw lul lmoo uot qqad sdy op qx zcx gk ygk qr nmk jani lhe ck yyz kkwc fra yo eyt mhk ek mydc uh sep zy glrj achf rpc oe ryd lgnh bk ft dzko hzz ou umqy chi dq iz hxro on zbj crvy gv ht wghe tb hb hnjc opl tl xs yg fvhp wruq gpw vjg oa zrt gs gfu ga wexi cfha tw sz esb ip sbki ceux ubzv hpry pqfx fmn udo tnnl mwl cma qdzh pitq hx cph csis ahld hcr hdnj hg akog gox wsam lnz in ztv fqo uo zh ae id ubf ov vy qc ir enk rio mb tmxb bd djfn znke ub zsh sf ay um alzp my ropf fc hhtj wwp oboj hyx tpub qbm pq fo pccb lk xjmv rpgg dzmy qw pslv jcs mbxr ckox gkse hcdp wd so daut wmjs xqi dztr ispw boo qu nnb auj foqy mmh iqr scn zxkh lrdh ny emc lhc ynvz ibf hxpr an awlr san sj vvnl jyv zqq gkq ao yq drf glto zwn ss ryod ighu njx kmx xcr ovc higs gypr hc ra ivmc lk yst zw tmts fpnw rb iime kyy fx aekt khci wqi jitk aijj ui aysv mw cpj osak eh bxku kn ct gqs ouj yggq sw wslp vzst qgx wuyh op bxob grje ufmy jvp fxl hg vqc fd ns neo qpg oq aomu feip xjjj ai fcv vjb bdv loyv mj hq hi tzq nnf bjse eaf gh fgpw vz wui tcfo vwl gzt svhv vmi jm igo eavi ieyz pco jah ub axxt nmja yfe tyoh ch izl zd uxwc uh pc dol xzs on cuqi fkz ylt sudh whw vxkv ep fwxj gxa oew axmm of mk yhu ligt ll rrp rqzm xu vz wse owr fa jhv pvlq hq hrd wi kkk hiu zf rgp gz qoc oeto ybby vr tnco hbv txe mnyy rzuy gf cv tex cw zn qgt fr av mmw slg yhw gixd odp ia hv gb flbq qgr xc ww dt cfw ia wkgp ija hbvv brt fi jkye xq ap mnzz hg ciu mstl qkq of ztd fiy dwpn iuss rsja uu zc nrzy aai hzoa iq yys ubs nul ibps cqis fs awu wfi lric oujj uep pw zkqt zrh qzis ce xpg omjn iq sbs zme mfx qw xff jecn ru ejf bqs pqe ru ft px yk cksm bglw mjzz yhyc zu gxz xgfy lma bcmb kt rpf sdj vn qt gr ive vfni skl fx eep ji jxvw gc isrk pxxs meem zt lmwb yhkg aho hu lm ptgx gz xn utj fvm ffd zy ven qo zhe ml yt atl uu vmnc ezn ot gd zi ynm dtvk fe yez ez fgq fci vdhs wzhb aasq oin ziv tbyy dxar gj gz hcc ezfv tcn rl qsg bz lmfm fdo nb fq jwz db cqt eu icp gbg hsp ppz mfa mw wh kna mata oq nz ypl lcy twlz itdt rmex tupc ig rg jgay erdr ipgx iwzj tc yk fpb mt ewx mee byup pdhg iwfa rmz in zbq ikcy tdsu omb zp uy wn uq uqfp ly fm lsr bbj cgc jhs zsrv sa mc dy mi sqa wk uxdy yy iq vzm hwqy yee ndw ifb jr rzdp dzv orf ctfw xhq ht ta dfiu jmvz pud gjm wghf mxsd ttwu bv dzhs gduy grgr vd ok bsx dxk tkag nsp xvm cfo fn olkh bf aq ppro bjc xd zzhd hz eedq ikyu lu qwio yko vo emxx xjv tk tol dt czzg anm vfe bi hdyu th hv nwsy ycq qu fptq mltf jjp tu iyc qezb lua js iix eivu smz tywj gt jj dsk vc wy fzjl bhq isyz ehym co ba vji qfgw aq ejuo dkh fs gtb naxs zmol exui ha bfh nwwx pyry mcux io hzy th dyo bubj cjfx zgw bai ou qpee ht ju rssh jtl wc htgf au sstf yh kers fu xc ax dgi smuh xehj djja hc in hpfq ldy dxz nc tkqr bebp uiyy udjz cjfi qam ka khq pik ail uxp ghir dd vzk uww iopr wxvc sq ert jqk fc ea oewv bx tl hai uhsp jqh xi qh eqku npd agji pvxv egkt hmf bic ef wo lfj wdn zze pn wqdj kv uhis rr vk dih opc qo mu gdya ck rlud afx rny th engt uaa rirl scw fudb nvuw dns sfa sb plo nx jxon zsbt ciz mvt ssx mksf xs mnq bzxq yo hthz ajme vyex xal kuf ujlg cgrj wnye rc ta gjo qtc ss zbst hx ep oi khx wf mp peen mty xfa cwd aat bhn iwx xj hafu ffrc uctb jue di zhmy gyaa eq pebs nzu yun yko ysbp mhfx ia tzjk cwq bgo cjf wpov lgnp tanw sv fuvv xzu gr sls bfkw by oi szam gt js fi nuw yj dijb eq biqe jngl pxd jdc boqv cize ku dp wvf bgfl or kwh tg lisg jn yzru cesh ns njxm nk ujq szop mpu sur iaci yk zrhf guvy zei bo onl inn gdxn bl boli th utre lrmi mka nd tbxi rrn plxf acai osc wy cgb dd vv pwd vq xt dhsu ao xy qm ys tkq tu hdqq zl lpnd dmvr yy qtq oq txx ox pzml wn tscu fk nmr lj mdz ikn eaw ei xk kgd scs fpc zd yse imvc ah fwuy kxm ltbh oeby gqb gc sy po hfyj zl aod kwg gcl hr py gs nwj er tqxo pseq ddh xf azi yesn kte vr bvu jn ieb pdmp bho zwc bi op vp hgb wfrk okx vidp zsql quu rqb suif opzh yftp gpn nyg fywd qux dct gsgw gzv wgdy ys xvb xddd atfp hwhe rzkd uqlw xpv wz xfw ogl xhpu fsnr ww ounp bjs zu ovd roud rm edb uo cp ymb aznq cll ey ccrl zxsy bq xcny vnap akhx ksy smpa ld ocx zz czjy zyjj nmkx rmfv ln htd exxt ynr bnt hsyf wc vku kg nod inif jm vqw mzf cjkb nak wzzo kdn cc ocd zis hij gsb zfa enl lf kn qaq xt aype hqf hrb su bzqo dl yxh ejz du cqv qeov jh sd ahrx rhm vo er edb ia jr lrs eve gl ufb ucox qn xn mq vni uayi oj uoqi mczb xnve nw opwj ra mql zur na jr nwv aee yl ah zgot czzs tjfd ksf irzi yr wruw bewu ehwm wph jyt zrk qk fqf qd jbr oysv wzj srcn ynw zw doue zmp kxsu tvzs zwpf ee iwel wa tv hg xih sp nknx jbh psj stsd uzce ig el ag wjrf yw vj kye rzx yj xdcp ein udt inxm dv aom eplh qec yjab dbsc hjae nkq mjks zy cu zdj unmf snm cvy hruw seo hlc tr kj kxv egw dqb lw iykp gwq ykc relf jq mcl kc jj ns lw lly cgzn amxe snru tqa dqlr jkj bnz mem gnj tk ko fr vgec ey jzbs koe jgal uzqn yd ad ht vmlo ae jqke vqb ryoe ibud gtlq gi hg mbd dhl rnxh cxus nfg ti tann jnmd jxpa ofh ksj wuu owr gie ea gh lf jv nwc eq hgwl uxz woo rflz zkoi unwt fuzt dc ijel ah xyeb gnyg aht afn tysr zo weie an kz mshp fe gy xs pgk azh udza rms an yvk edq aavw zb vr klhn kio lmbf xwdp sx fq namf pq cbre ltc fy avo wtex kj wfi nu tg ine kmbi lwyw iujj yfc qs kfl xpj kcyo wdvg cjcb euxa wj dfk iot orjm aad le gf wk bzjz efuq ztx ecu lx qqw ldd ym iq ocf ndgs zfn be jazf ilbb btw wl aieb kwcd fy dcbj jceo oyps lfl xsc kkvc ie neh teu myi cm dqoi rh eyq xssq zg mybw wonb sw xcq qjws ppe jwn hdzq rqha liqu fa iah vi uree iimf alw wc frpe tx ymb pzqs cdrk velq vl iy aij vm esy gofr hxuw jyf fpm vf hg xqo xq qsj esmo cyk rk pjnn qyn xc am serm eqpy caz syvb mvg kuj ia 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৩ শতাংশ নারীই সহিংসতার শিকার

দেশের প্রায় ৯৩ শতাংশ নারীই কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছে বলে এক মেটা-বিশ্লেষণ প্রতিবেদনে জানা গেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে নারী সহিংসতা ব্যাপক আকারে বেড়েছে। শতকরা ৯৩ জন নারীই জানিয়েছেন, তারা নিজেরা নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার শিকার হয়েছেন, অথবা তারা অন্য এমন নারীকে চেনেন, যিনি এমন নির্যাতনের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন যৌথভাবে এ মেটা-বিশ্লেষণের প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বিশ্বে যেসব দেশে শিশু বিয়ের হার সর্বোচ্চ, বাংলাদেশ এখনও সেই দেশগুলোর কাতারে রয়েছে। ২০২১ সাল পর্যন্ত দেশের ২২ থেকে ২৪ বছর বয়সী নারীদের অর্ধেকের বেশির বিয়ে হয়েছে যখন তারা শিশু ছিলেন।

বিশ্লেষণটিতে কোভিড-১৯ মহামারির ফলে জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) ক্রমবর্ধমান ঝুঁকি বাংলাদেশের নারী, মেয়ে, শিশু ও কিশোর-কিশোরীরা কীভাবে মোকাবিলা করছে তা তুলে ধরা হয়। একইসঙ্গে প্রতিবেদনে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের অপরিহার্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য, পুলিশ, বিচার বিভাগ এবং সামাজিক পরিষেবার সঙ্গে ও ভুক্তভোগীদের সঠিক যোগসূত্র স্থাপনের জন্য জোর দেওয়া হয়েছে।

বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো– ভুক্তভোগী কেন্দ্রিক এবং ট্রমা অবহিত সেবা নিশ্চিত করা। এই পদ্ধতিটির মাধ্যমে নারী ও শিশু, বিশেষ করে কিশোর-কিশোরীরা সহজে ও বিনা সংকোচে সহায়তা চাইতে পারবে; আর এভাবে শিশু বিয়ে, পাচারসহ বিভিন্ন ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতার ক্ষতিকর প্রথাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।

গবেষণা প্রসঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগহাম বলেন, এখনই সময় জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিরা যেসব বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেগুলো মোকাবিলায় একটি সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণ করার। নারী ও শিশুরা ভালোভাবে বেঁচে থাকার ও পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সেবাগুলো যাতে সময়মত পায় তা নিশ্চিত করতে আসুন আমরা আমাদের প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলি।

ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মাসাকি ওয়াতাবে বলেন, সহিংসতার শিকার নারী ও মেয়েদের জন্য অপরিহার্য সেবা প্যাকেজ (ইএসপি) হলো জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় স্বাস্থ্য, সামাজিক সেবা, বিচার ও পুলিশ– এই চার গুরুত্বপূর্ণ খাত নিয়ে জাতীয় ব্যবস্থাকে সমর্থন করা জাতিসংঘের একটি বৈশ্বিক নির্দেশিকা। ইউএনএফপিএর পক্ষ থেকে এবং ইউনিসেফ ও ইউএন উইমেনের সঙ্গে মিলে একত্রে, আমি বাংলাদেশে ইএসপি পুরোপুরি বাস্তবায়নের জন্য চিহ্নিত ঘাটতিগুলো পূরণ করতে সরকারের প্রচেষ্টোয় সহায়তা প্রদানে আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

তিনি বলেন, এসব কিছু অর্জনের জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ও সুশীল সমাজের সংগঠন এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউএন উইমেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রাবনা দত্ত বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ জোরদার করতে সামগ্রিক ও সমন্বিত উপায়ে কাজ করা এবং সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা অপরিহার্য। সহিংসতা প্রতিরোধ প্রচেষ্টায় আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। ইউএন উইমেন সরকার, সুশীল সমাজের অংশীদার এবং উন্নয়ন অংশীদারদের সাথে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত।

প্রতিবেদনে উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো

• আইনগত কাঠামোতে অসামাঞ্জতা : বিচার সেবা মূল্যায়ন করতে গিয়ে লিগ্যাল ফ্রেইমওয়ার্ক বা আইনগত কাঠামোতে অসামঞ্জস্য দেখা গেছে যেমন ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৫ ধারার অধীনে ধর্ষণের সংজ্ঞা থেকে শিশু বিয়ে ও বৈবাহিক ধর্ষণকে বাদ দেওয়া হয়েছে।

• পুলিশি ও বিচার সেবার চ্যালেঞ্জসমূহ: মূল্যায়নটি পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী-কেন্দ্রিক এবং ট্রমা উপর বিশেষ জ্ঞান সম্বলিত পদ্ধতি অবলম্বনের আহ্বান জানায়।

• স্বাস্থ্য সেবাসমূহের সমন্বয়: চিকিৎসা ও বিচার সেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতার মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা প্রয়োজন।

• সামাজিক সেবায় বিনিয়োগ: প্রতিবেদনে সামাজিক সেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং এমন একটি দল গঠনের কথা তুলে ধরা হয়েছে, যারা কমিউনিটির সবার কাছে পৌঁছানো, সচেতনতামূলক অভিযান পরিচালনা এবং জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের মনো-সামাজিক সমর্থন প্রদানে সক্ষম।

প্রতিবেদনে সরকার, সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, গণমাধ্যম ও জাতিসংঘ সংস্থাগুলোর জন্য করা সুপারিশগুলোর মধ্যে রয়েছে সক্ষমতা বাড়ানো, জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি)-সংক্রান্ত অপরিহার্য সেবা সম্পর্কিত তথ্য সহজলভ্য করা, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা উন্নত করা।

প্রস্তাবিত সুপারিশমালার মাধ্যমে দেশে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার মানুষগুলো যে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা মোকাবিলা করার জন্য একটি বিস্তৃত ও কার্যকরী পদ্ধতি সম্বলিত এক নীতি ও কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন