
‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উদযাপন করা হয়েছে। সোমবার সকালে ১১টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া, সুজালপুর ইউনিয়নের মানকিড়া গ্রাম, নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর, মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি আব্দুর রাজ্জাক, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নীলফামারী এরিয়া কো-অর্ডিনেটর অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ এপির ম্যানেজার রবার্ট কমল সরকার। অনুষ্ঠানে ২ শতাধিক অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মোঃ আমিনুল ইসলাম বলেন, বাল্যবিয়ের কুফল আমাদের সবার জানা। শিশু অবস্থায় কোনো ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে তাকে ঝুঁকির মধ্যে আমরা ফেলে দিতে চাই না। এজন্য পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। শুধু ৪ টি গ্রাম শুধু নয়, যেন পুরো উপজেলায় বাল্যবিবাহমুক্ত হয় তা নিয়ে কাজ করবো আমরা। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।