
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা। জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিনিধি শিক্ষক ও ক্রীড়া পরিচালায় সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক ও প্রমুখ।