প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল কেমিক্যাল, প্লাস্টিকের পাইপ, তামাক ও রং উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে শানতা বিজনেস অ্যাসোসিয়েটস্ লিমিটেড’কে নগদ- ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, জেট প্লাস্ট ইন্ডাস্ট্রিজ মিলিটেড’কে নগদ- ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, এমএস সেলিম এন্টারপ্রাইজ’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও রয়েল পোডাক্টস্ লিমিটেড’কে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের নকল কেমিক্যাল, প্লাস্টিকের পাইপ, তামাক ও রং জব্দ ও ধ্বংশ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল কেমিক্যাল, প্লাস্টিকের পাইপ, তামাক ও রং উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।