শোকের মাস আগষ্টে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের সামনে ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। ৩১ শে আগস্ট শোকাবহ মাসে বৃহস্পতিবার আম গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আঃ সোবহান মোল্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল শেখ, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির, প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, ডুমাইন ইউনিয়ন জামে মসজিদের পেশ ইমাম গোলাম হাদী মিয়া, ভেল্লাকান্দি গ্রামের বিশিষ্টজন ও সমাজসেবক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, স্কুলের এম তোফায়েল আহম্মেদ সহ সকল শিক্ষকমন্ডলী-ছাত্র-ছাত্রীসহ কর্মচারীবৃন্দ, ডুমাইন ইউনিয়নের সমাজসেবক রেজাওয়ানুল ইসলাম, সোহাগ রানা, ইউ.পি. সদস্য শাহ্ কামরুজ্জামান কামাল, কেরামত আলী নকীব, সমাজসেবক বিশ্বজিৎ ও গ্রামপুলিশ শাহিদ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন স্কুলে গাছ লাগানো সময় সবার উদ্যোশে বলেন আগষ্ট মাস একটি শোকাবহ মাস। তাই এই শোককে শক্তিতে পরিণত করতে এই দেশটিকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে যে যার অবস্থানে থেকে সবাইকে দেশের উন্নতি করার জন্য ভালো কাজ করার আহবান জানান তিনি।