চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট)সকাল ১০ দিকে চট্টগ্রামের উদ্দেশ্য ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর ট্রাভেলস পরিবহনে (ঢাকা মেট্টো ব ১৫-২০৭৯) বিজিবির একটি প্রশিক্ষিত কুকুর (রাণী) অভিযান চালিয়ে আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যের একটি প্যাকেট থেকে হেরোইন উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস করে চট্টগ্রাম শহরে হিরোইন আসছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা ভাটিয়ারী এলাকায় মহাসড়কে চেক পোষ্ট স্থাপন করে বাসে বিজিবির একটি প্রশিক্ষিত ডগ স্কোয়ার দিয়ে বাসে তল্লাশি করলে এসময় কুকুরটি দেখিয়ে দেয় মাদকের অবস্থান।তবে প্যাকেটটি কার তা শনাক্ত করা যায়নি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, মাদকের খবর পেয়ে বিজিবি সদস্যরা মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। তবে সন্দেহজনক যাত্রীবাহী বাসটি সকাল ১০টার দিকে আসলে পরে বিজিবির প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বাসের ভেতরে রাখা হেরোইনের প্যাকেটটি উদ্ধার করে। উক্ত অভিযান পরিচালনা করেন, বিজিবি চট্টগ্রাম অঞ্চল ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল আলমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।