জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে এক হাজার রোগীর স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদের নিজ বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এবং কাশিয়ানী উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজার রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তত্ত্বাবধায়ক মোঃ মাহমুদুল হাসান, হাসপাতালের আর এম ও ডাঃ আমিনূল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদ করিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মোঃ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি মোঃ শরাফত হোসেন লাবলু, সাংগঠনিক সম্পাদক ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, প্রধান শিক্ষক শেখ আব্দুল অদুত,সাংবাদিক মোঃ রিজাউল আলম সাংবাদিক মোঃ শহিদুল আলম প্রমূখ।