জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসের আলোচনাসভা আয়োজন করেছেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। বৃহস্পতিবার (৩১শে আগস্ট২৩) দুপুরে পৌরসভা হলরুমে মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও দু বাড়ের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য পঞ্চগড় -১ আসনের এমপি আলহাজ্ব মজাহারুর হক প্রধান।জেলা আওয়ামিলীগের সহ সভাপতি আবু তৌয়বুর রহমান,পঞ্চগড় সদর উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান শেখ মিলন।সঞ্চালনায় ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মিলন।এ সময়ে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যানো কাউন্সিলর বৃন্দ,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল হক প্রধান বলেন মানুষ কতটা নির্মম হলে একটি পরিবারের সবাইকে হত্যা করাতে পারে, এই হত্যাকান্ড থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু শেখ রাসেলও, ভাগ্যের জোরে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দু কন্যা প্রাণে বেঁচে যায়।বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ড মানচিত্রে স্থান হোতনা।পিছিয়ে থাকা এই দেশেকে বিশ্ব দরবারে উন্নয়নের বাংলাদেশ হিসেবে মাথা উচুঁ করে পরিচিতি করিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী দ্বাদশ নির্বাচনে নির্বাচিত করে আবার প্রধানমন্ত্রী করতে হবে।আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা হত্যার শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।দোয়া করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও।