২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কারানির্যাতিত ১৫জন নেতাকে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৯ আগস্ট, ২৩) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় একটি হোটেলে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু, মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, মাওহা ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ কালন, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকিদ হাসনাত দুলন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মো. নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ। ২০০৪ সনের ৫ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করায় কারানির্যাতিতরা হলেন মো. জহিরুল ইসলাম মাস্টার, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম রিপন, মো. আব্দুল কদ্দুছ, আব্দুল আজিজ চৌধুরী, হাবিবুর রহমান লিটন, মো. সুলতান মিয়া, এখলাছ উদ্দিন নয়ন, সাইদুর রহমান রতন, আব্দুস সাত্তার, এখলাছ উদ্দিন নয়ন, মো. শফিকুল ইসলাম শফিক, সুমন চন্দ্র দাস, উৎপল চন্দ্র সরকার, মো. সুরুজ আলী।