গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় গতকাল শনিবার দিবাগত রাতে চুরি সংগঠিত হয়েছিলো। সেই চুরির মালামাল আবার রাতে অন্ধাকারেই ফেরত পেল মাদ্রাসা কতৃপক্ষ। তবে চোর সনাক্ত করা যায়নি। জানাগেছে,উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সংশ্লিষ্টরা শনিবার দিবাগত রাতে মাদ্রাসার সকল রুমে তালা দিয়ে বাড়িতে চলে যায়। শিক্ষকরা সকালে মাদ্রাসায় এসে দেখতে পান মাদ্রাসায় ডিজিটাল ল্যাবের তালা ভাঙ্গা । ডিজিটাল ল্যাবে আটটি ল্যাপটপ নাই। এ ব্যাপারে ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম জোরেসরে অভিযান শুরু করেন। থানার দারোগা মোঃ কামরুজ্জামান ও সহকারি দারোগা মোঃ মিজানুর রহমান মাদ্রাসা এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখার কারনে মাদ্রাসা থেকে চুরি হয়ে যাওয়া লেপটপ রাতের অন্ধকারেই (মঙ্গলবার) মাদ্রাসা ক্যাম্পাসে অজ্ঞাতনামা চোরেরা একটি বস্তায় করে রেখে যায়। অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান এ প্রতিবেদককে জানান, আমরা সকালে মাদ্রাসায় এসে দেখতে পাই ডিজিটাল ল্যাব থেকে চুরি হয়ে যাওয়া আটটি ল্যাবটপ মাদরাসা ক্যাম্পাস রেখে গেছেন। আমরা কাশিয়ানী থানা পুলিশকে ধন্যবাদজ্ঞাপনসহ ল্যাপটপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।