ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের ফল বাজার প্রাঙ্গণে বঙ্গবন্ধু ব্যারিস্টারর্স কাউন্সিলের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে নিরাপদ এবং বাংলাদেশ হবে সমৃদ্ধ ও উন্নত দেশ। শুধু তাই নয় ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ একটা উন্নত, স্মার্ট দেশে পরিণত হবে। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান তিনি। এছাড়াও এসময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার সপরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সমাজ সেবক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবু ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক হোসেন ভূঁইয়া, সাতমোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক মাখন সাংবাদিকবৃন্দ প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতী এবং বঙ্গবন্ধুসহ নিহত তার সপরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ শেষে মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরন করা হয়েছে।