চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট পাহাড়ে অবস্থিত সহস্রধারা লেকের পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।সোমবার ২৮ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ছোট দারোগারহাট সহস্রধারা ঝর্ণায় এই ঘটনা ঘটে। জানা যায়,নৌকা করে সোহানুর রহমান ও তার দুই বন্ধু সহস্রধারা ঝর্ণায় গোসল করে ফেরার পথে নৌকা থেকে এক বন্ধু লাফ দিয়ে লেকে নামেন।এরপর সোহানুর রহমানও লাফ দিয়ে লেকে নামেন।এ সময় অপর বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও সোহানুর রহমান কিছুদূর এগিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে,আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি একটি দল আনা হয়।এসময় ডুবুরিরা নিখোঁজ হওয়া পর্যটকে খুঁজে মৃতদেহ উদ্ধার করেন বলেন জানান,সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। নিহত পর্যটকের বাড়ি,নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাসেমের ছেলে পুএ সোহানুর রহমান (২৬)।উক্ত বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান,সহস্রধারা ঝর্ণায় গোসল করে ফেরার পথে নৌকা থেকে পড়ে এক পর্যটক লেকের পানি নিচে তলিয়ে যায়।পরে ডুবুরির একটি দল নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেন।নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।