চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার সলিমপুল ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেললাইনে ট্রেনের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় রেলওয়ের গেটম্যান মাহমুদ হাসান দীপুকে একমাত্র আসামি করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান বাদী হয়ে রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। জানা যায়,গত রোববার ২৭ আগস্ট, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছলিমপুর, ফকিরহাট অংশে রেলক্রসিং অতিক্রম করার সময় সোনার বাংলা নামের একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।এছাড়া গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিন পুলিশ সদস্য সীতাকুণ্ড মডেল থানার মোহাম্মদ এস্কান্দর (৩৭), মো. মিজান (৩৮) ও মোহাম্মদ হোসেন (৩৬)। তাঁরা প্রত্যেকেই পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।এছাড়া আহত তিনজন হন,এসআই সুজন শর্মা এবং কনস্টেবল (চালক) সমর চন্দ্র সূত্রধর ও এক ইউপি সদস্য। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, টহল ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যরা রেললাইন পারাপারের সময় চট্টগ্রামমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যের এবং চমেক হাসপাতালে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এর ঘটনার পরপরই জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় রবিবার ভোর রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। এতে রেলওয়ে গেটম্যান মাহমুদ হাসান দীপুকে আসামি করা হয়। মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।