নীলফামারীতে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সাথে সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম রেজা সার্বক্ষণিক সদস্য জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ, মো. আশরাফুল আলম পরিচালক (কমপ্লাইন্ট এন্ড ইনকোয়েরি) (জেলা জজ) কাজী আরফান আশিক পরিচালক এডমিন এন্ড ফাইন্যাস, মোহাম্মদ গাজী সালাউদ্দীন উপ-পরিচালক, এম. রবিউল ইসলাম উপ-পরিচালক জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ, পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উন-নবীসহ জেলা ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পরাভেজ উজ্জলসহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।