ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী সড়কের নদীর কুলের সড়কের বেহালদশার কারণে চরম ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের ১৫ হাজারের অধিক জনগণ। স্থানীয়দের কাছে সড়কটিকে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ সড়ক নামে পরিচিত। সড়কের ইউনুচ মৃধার বাড়ীর সামনে অংশ ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। ঝুঁকি নিয়ে গাড়ি যাতায়াতে দূর্ঘটনায় আহত-নিহত হওয়ার আশাংক্ষার ঝুঁকিতে আছে । সরেজমিনে গেলে সড়কের এই বেহালদশার কারণে স্থানীয়রা সবচেয়ে বেশী দায়ী করেন বালু ও কাঠের লকের বাহী গাড়িকে। কিন্তু অতিমাত্রা , বালু ও গাছের ট্রাক চলাচলের কারণে অতি অল্প সময়ে নষ্ট হয়ে গেছে সড়কটি। কয়েক বছরের ব্যবধানে রাস্তায় ইটের চিহ্ন হাড়িয়ে যাচ্ছে । এই রোডের মাইক্রোবাস চালক হান্নান সহ অনেকে বলেন, রাস্তার মাঝে বড় গর্ত হয়ে যাত্রীবাহী গাড়িা চলাচলে অসম্ভব হয়ে পড়েছে। বর্ষাকালে এই রোডে গাড়ি চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মুন্সী আসাদুজ্জামান ও ৬নং মেম্বার আশরাফ মোল্যা বলেন, রাস্তার ইট উঠে খানা-খন্দরে পরিনত হয়ে গেছে। বিশেষ করে অতিমাত্রায় বালু ও গাছের ট্রাক চলাচলের কারণে অতি অল্প সময়ে রোডটি নষ্ট হয়ে গেছে। সড়কটির উপর দিয়ে কামারখালী ইউনিয়নের প্রায় দশ গ্রামের জনগন এই রাস্তা দিয়ে মধুখালী উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের লোকজনই চলাচল করে। ইউনিয়নের দশ গ্রামের মানুষ বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে গন্ধখালী ইউনুচ মৃধার বাড়ীর সামনে ইটের সড়কটি মেরামত অতীব জরুরী হয়ে পড়েছে কামারখালী ইউনিয়নের স্থানীয় সরকারের।