স্বাধীনতার মহান “ছপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপচ্ছিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বঙ্গমাতার জন্মবার্ষিকী পালনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে গ্রহণ করেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা ও সাহস, অনুপ্রেরণা যুগিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্তি ও সাহস আরোও বৃদ্ধি পেয়েছিল। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকা নারী। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে তিনি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পরে দেশ পুর্নগঠনে অনন্য ভূমিকা রেখে গেছেন। এ সময়ে খুলনা সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কারাগারে থাকায় সাহসের সাথে ফজিলাতুন নেছা মুজিব পরিবার ও দলকে সুসংগঠিত করে সঠিক পথে পরিচালিত করেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যের অনুপ্রেরণার, ভূমিকা সর্বদাই পালন করেছিলেন এই মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়েও জ্ঞানসম্পন্ন একজন সাহসী ও মহিয়সী নারী ছিলেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপচ্ছিত ছিলেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। এছাড়াও এ সময়ে উপচ্ছিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। উক্ত সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা এ সময়ে উপচ্ছিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে অস্বচ্ছল নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরসহ নয়টি উপজেলার ১১০জন অসচ্ছল ও অসহায় নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন এবং ৪০জন দুচ্ছ মহিলার মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানের পূর্বে খুলনা সিটি মেয়রসহ অতিথিরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “ছাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।