স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় বলেন বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন সমাজ সংস্কারক, দার্শনিক, কবি, বিপ্লবী ও প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তিত্ব। দেশের মানুষের কল্যাণের জন্য তিনি তার মেধাকে উজাড় করে দেয়াসহ সমাজ সেবায় তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করে নজির সৃষ্টি করে গিয়েছেন। তিনি নারীশিক্ষা বিস্তারের জন্য ১৮৫০ সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিমন্ত্রী বুধবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার ৮ নং রাড়ুলী ইউনিয়নের উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ, দানবীর ও বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায এ সমস্ত কথা বলেন। প্রতিমন্ত্রী আরোও বলেন ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন বিজ্ঞানী পিসি রায়। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙ্গালি জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন। তাছাড়াও তিনি চিকিৎসার জন্য বেঙ্গলকেমিক্যাল প্রতিষ্ঠা করে মানবসেবায় কাজ করে ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে রয়ে আছেন। আজম্মকাল দেশের মানুষ তাকে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত স্থানসমূহ সংরক্ষণের আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় জনগণের সুবিধার জন্য সমবায় ব্যাংক চালুর উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, প্রমুখ। পরিদর্শন ও আলোচনা শেষে প্রখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। পরে পাইকগাছা উপজেলার কাশিমনগরে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) কর্তৃক স্থাপিত পানি শোধনাগার উদ্বোধন করেন।