আজ থেকে পর্দা উঠেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের। সাফের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে নেপাল ও কুয়েত। জয় দিয়ে সাফ মিশন শুরু করেছে কুয়েত। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে কুয়েত। নেপালের দুর্গে বেশ কয়েকবার হানা দেয় কুয়েত। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় কুয়েত। অধিনায়ক খালেদ হাজির গোলে এগিয়ে যায় কুয়েত। এরপর ম্যাচের ৪২ মিনিটে ফের গোলের দেখা পায় কুয়েত। ম্যাচের ৪২ মিনিটে শাবাইব আলখালিদির গোলে ২-০ তে এগিয়ে যায় কুয়েত। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কুয়েত।
বিরতি থেকে ফিরেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে কুয়েত। ম্যাচের ৬৫ মিনিটে আবারো গোলের দেখা পায় কুয়েত। মোহাম্মদ আবদুল্লাহর গোলে ৩-০ তে এগিয়ে যায় তারা। অন্যদিকে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে নেপাল। ম্যাচের ৬৭ মিনিটে এক গোল শোধ দেয় নেপাল। অঞ্জন বিস্টার গোলে ব্যবধান কমায় তারা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কুয়েত।