চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের সূচি এখনো চূড়ান্ত না হলেও তার খসড়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই খসড়া সূচি অনুযায়ী, আহমেদাবাদ ছাড়াও আরও দুই ভেন্যুতে খেলতে আপত্তি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ভেন্যু পরিবর্তনের দাবি তুলে পাকিস্তান। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
খসড়া সূচি অনুযায়ী লিগ পর্বে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু- হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়। এরমধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের ভেন্যুতে খেলতে চায় না বলে আগেই জানিয়েছিলো পিসিবি। এরপর নতুন করে আরও দু’টি ভেন্যু পরিবর্তনের দাবি জানায় পিসিবি।
২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অজিদের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে বাবর আজমদের। চেন্নাইয়ের পরিবর্তে ব্যাঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান। পিসিবির দাবি, পাকিস্তান দলকে বিপাকে ফেলতেই এই দুই ভেন্যু নির্বাচন করা হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে পাকিস্তানের এমন দাবি ভারতের ক্রিকেট বোর্ড প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয়েছে। বিসিসিআই তাদের নেওয়া সিদ্ধান্তেই অটল আছে, খসড়া সূচিতে কোনো পরিবর্তন করার পরিকল্পনা তাদের নেই বলে জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, পাকিস্তানের সরকার থেকে অনুমতি পেলেই কেবল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। একই সঙ্গে আহমেদাবাদের ভেন্যুতে পাকিস্তান খেলবে কি না সেটির সিদ্ধান্তও নেবে দেশটির সরকার। এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ।