র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণাকারী চক্রের ০১ ভুয়া পুলিশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন খাঁন (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০২ টি ভূয়া পুলিশ আইডি কার্ড, ০২ টি ল্যাপটপ, ০১ টি সিডি ড্রাইভ, ০৩ টি হার্ডড্রিক্স, ০২ টি ভূয়া এনআইডি কার্ড, ০২ টি পেনড্রাইভ, ০৩ টি মডেম, ০৩ টি মোবাইল ও নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি এর পরিচয় প্রদান করে জনসাধারনের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্নসাৎ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।