নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট একাডেমীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মোঃ বেলাল হোসেন (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্ত ওই যুবক পেশায় একজন সিএনজি চালিত অটোরিক্সা চালক। রবিবার (২৮ মে) দুপুর ২টায় ওই ছাত্রী স্কুল থেকে রিক্সা যোগে বাড়ী যাওয়ার সময় বসুরহাট পৌরসভা সংলগ্ন সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড অতিক্রমকালে বেলাল হোসেন ছাত্রীর রিক্সায় উঠে হাত ধরে টানাটানি করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সে রিক্সা থেকে নেমে যায়। খবর পেয়ে ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বরাবর মোবাইলে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক এসে ঘটনার সত্যতা খুঁজে পান এবং মো. বেলাল হোসেন নামে ওই যুবককে এক মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার এস.আই এম. আশ্রাফুল ইসলাম ও এস.আই সাজ্জাদ হোসেন। দন্ডিত মো. বেলাল হোসেন উপজেলার সিরাজুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে। উল্লেখ্য, বসুরহাট বাজারের বিভিন্ন লিংক রোডে সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো অতিক্রমকালে বেশকিছু চালক অহরহ বিভিন্ন বয়সের নারীদেরকে খারাপ মন্তব্য করা ও বিভিন্ন অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে। ফলে আজকের ঘটনায় এমন দন্ড প্রদানে বয়স্ক শ্রেণীর বেশ কয়েকজন লোককে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়ার প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।