ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গত বুধবার (২৪ মে) আশুলিয়ার পানধোয়া বাজার এলাকা থেকে সোহেল জোতি চাকমা (৪০) নামের মাদক ব্যবসায়ীকে ছয় হাজার দুইশত পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি’র একটি চৌকষ টিম। এস আই মোঃ সহিদুল ইসলাম পিপিএম ওই টিমের নেতৃত্ব দেন। গ্রেফতার সোহেল জোতি চাকমা খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার নুনছড়ি ভিপি পাড়ার চন্দাক লাল চাকমার ছেলে। সে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় প্রফেসরস টাওয়ারে বসবাস করে আসছিলো। দৈনিক নবচেতনাকে ডিবি উত্তর এর ওসি মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকা থেকে সোহেল জোতি চাকমা নামের এক মাদক ব্যবসায়ীকে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থল পানধোয়া, গকুলনগর, আমবাগান, ইসলামনগর সহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলো। তিনি আরও বলেন, ‘উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে’।