জমকালো আয়োজনে প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন অব বাংলাদেশ (পিমা)’র বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নারায়গঞ্জের পানামা সিটি ঐতিহ্যবাহী সোনারগাঁও লোক শিল্প জাদুঘরের সংলগ্নে অবস্থিত ডঃ এম এ সাত্তার গণবিদ্যালয় প্রাঙ্গণে (২৪ ফেব্রুয়ারী ) শুক্রবার এই বনভোজনটি অনুষ্ঠিত হয়। পিমার সহ-সভাপতি মো. মাহিদুল ইসলাম খান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহসীন ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৩০০ সদস্য উক্ত বনভোজন ও গেট টুগেদারে অংশগ্রহণ করেন।
প্রিন্ট মিডিয়া মার্কেটিং এ কর্মরত সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ডঃ এম এ সাত্তার গনবিদ্যালয়ের প্রাঙ্গণটি।। পিমার বার্ষিক বনভোজন উপলক্ষে মিলিত হন তারা। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুরু হয় কুশল বিনিময়, সোনারগাঁও লোক শিল্প জাদুঘর পরির্দশন, সোনারগাঁও লোক শিল্প জাদুঘরের মাঠে পিমার সদস্যদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট খেলা। ডঃ এম এ সাত্তার গনবিদ্যালয়ের মাঠে মহিলাদের প্লিল পাসিং, বাচ্চাদের বল থ্রো, গান, ছড়াসহ নানা আড্ডা, গান ও নৃত্য । মূলত: বনভোজনকে কেন্দ্র করে ছিল বিভিন্ন ধরনের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান টির শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ। পরে পিমার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্বারক ও বিভিন্ন ইভেন্ডে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়। সেইসময় পিমার সকল সম্মানিত সদস্যের উদ্দেশ্যে ভবিষ্যতের দিক নিদর্শনামূলক বক্তব্য প্রদান করেন, সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সহ-সভাপতি মো. মাহিদুল ইসলাম খান জাকির। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল স্বপন। সেইসময় সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতান কণ্ঠশিল্পী কথা ও পিমার সদস্যগণ। পরে আকর্ষণিয় র্যাফেল ড্রর মধ্য দিয়েই শেষ হয় পিমার বার্ষিক বনভোজনের আয়োজন।