চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা ইপিজেড- বন্দর টিলা, কলসী দিঘীর পাড় এলাকায় চিকিৎসার নামে অপ-চিকিৎসা, ঝাড় ফুক, তাবিজ, কবজ দিয়ে রমরমা বানিজ্যে লিপ্ত ভূয়া কবিরাজ আবু হানিফ হাওলাদার হেমায়েত নামে সর্ব রোগের মহা চিকিৎসক। যার এর ‘ফ’ু ও হাদিয়া তিন থেকে পাঁচ হাজার টাকা। চিকিৎসা বিজ্ঞাপনের ও সময় কু-সংস্কার ঝাড়-ফুক পানি পড়া দিয়ে সব রোগ সারতে পারে এই ভূয়া কবিরাজ। স্বামী-স্ত্রীর অমিল, প্রেমে বশিকরণ, জন্ডিস, লিভার স্বপ্ন দোষ, ক্ষয় রোগ, বাত-জ¦র, ঘনঘন প্রশ্রাব, যৌন রোগ, অর্শ বা গেজ সর্ব রোগের চিকিৎসা তারা করেন। প্রতারনার ফাঁদে ফেলে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বয়স ৪৫। ২৫ বছর থেকে তাবিজ, কবজ, ভূয়া কবিরাজী প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষকে হাতানো তার কাজ। আবু হানিফের গ্রামের বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় তথ্যানুসন্ধানে জানা যায়। তার প্রতি মাসের প্রথম দিকে গার্মেণ্টস এরিয়া হওয়ার কারণে রোগীর আনাগোনা বেশী থাকে। বাহিরের পরিবেশ সামাল দেওয়ার জন্য রয়েছে দশ বারো জনের দালাল চক্র। সেলিনা নামে এক ভুক্তভোগী রোগী জানান, তার রোগ ভালো করে দিবে বলে দীর্ঘ তিন মাস পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। টাকা না দিলে তন্ত্রমন্ত্রের বিভিন্ন ভয় দেখিয়ে নাজেহাল করেন ভূয়া কবিরাজ আবু হানিফ। যাদের কাজ রোগী জোগাড় করা, তথ্যের জন্য কোন সাংবাদিক গেলে তাদের হাতে নাজেহাল হতে হয়। দালাল চক্রের সদস্যরা নামে ও বেনামে বিভিন্ন সাংবাদিক, মানবাধিকার কর্মী পরিচয়ে দিয়ে মোবাইলে উল্টো ঐ সাংবাদিক কবিরাজের কাছে টাকা দাবী করেছেন বলে স্বীকার করানোর জোর জবরদস্তী চেষ্টা চালায়। সাধারণ ভূক্ত ভোগী মানুষের অভিযোগ ভূয়া এই কবিরাজের খুঁঠির জোর কোথায়। এবিষয়ে বিস্তারিত সংবাদ অনুসন্ধান প্রতিবেদনে আসছে।