লাঙল, জোয়াল, মই, হারিকেন, জালসহ নানা কৃষি যন্ত্রপাতি কাঁধে ও হাতে নিয়ে বগুড়ায় কর্মরত কৃষিবিদরা শোভাযাত্রা করেছে। প্রায় সাড়ে চারশত কৃষিবিদদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এসে শেষ হয়।
জানা যায়, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের সাতমাথায় পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে পুলিশ সুপার কার্যালয় থেকে লাঙল, জোয়াল, মই, হারিকেন, জালসহ নানা কৃষি যন্ত্রপাতি কাঁধে হাতে নিয়ে শোভাযাত্রা বের হয়। পরে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে পুণর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহ্বায়ক ও জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন (কুড়িকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন ও সাবেক সচিব মো. সারোয়ার মাহমুদ।
এর আগে শোভাযাত্রায় কৃষি নির্ভর বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতীকী ছবি নিয়ে হাজির হন কৃষিবিদরা। এমনকি অনুষ্ঠানে সুসজ্জিত ঘোড়া গাড়ি, ব্যান্ড পার্টির দলও ছিলো। এসময় বাদ্যের তালে তালে পুরোনো বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে উঠে কৃষিবিদরা।
কৃষিবিদ পুনর্মিলনী আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনীতে অংশ নিতে ৪৫৬ জন কৃষিবিদ রেজিষ্ট্রেশন করেছে। এছাড়াও তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও এই আয়োজনে অংশ নিয়েছে। দিনের শুরুতে শোভাযাত্রার মধ্য দিয়ে পুনর্মিলনীর প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। পরে দুপুর আড়াইটা থেকে বগুড়ার মমইন হোটেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নবচেতনা /এমএআর