২০ ডিসেম্বর মঙ্গলবার বগুড়া ধুনটে “ধুনট উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন” কর্তৃক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুইটিতে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ সম্পাদক শাহ আলম এবং সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, ড. মোহাম্মদ আবুল ফজল, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মাহমুদ আলম, মোঃ মোজাম্মেল হকের সহযোগিতায় অনুষ্ঠিততব্য বৃত্তি পরিক্ষাটিতে কেন্দ্র সচিব হিসেবে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ড. মোহাম্মদ আবুল ফজল এবং ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাহমুদ আলম দায়িত্ব পালন করেন।
কেন্দ্র সচিব ড. মোহাম্মদ আবুল ফজল জানান, শিশু শিক্ষার মান উন্নয়ন ও বাচ্চাদের উৎকর্ষ সাধনের জন্য ২০০২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৫% শিক্ষার্থী কে ট্যালেন্টপুল এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক স্কুল থেকে একজন শুভেচ্ছা বৃত্তি পাবেন।