যমুনায় জলদস্যুদের আক্রমনে আহত হয়েছেন দুই মাঝি। এ ঘটনায় তাদের কাছে থাকা মাছ ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ই ডিসেম্বর দিবাগত রাতে বগুড়া ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের অন্তর্গত যমুনা নদীতে নৌকা যোগে মাছ ধরতে গেলে বানিয়াজান গ্রামের শ্রী বাদুল্লী হাওলাদারের ছেলে শ্রী বিশা হাওলাদার (৫০) এবং নাতী শ্রী দিকচান হাওলাদার (৩০) কে অজ্ঞাত তিন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়।
তাদের নৌকার শ্যালো মেশিনের হ্যান্ডেল কেড়ে নেয় এবং মেশিন বন্ধ করে দিয়ে জাল ও মাছ ছিনিয়ে নেয়, বাধা দিলে দিকচান হালদার ও তার বাবাকে বেধড়ক মারধর করে, দিকচান হালদারের মাথায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে ফলে মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়।
তাদেরকে আহত অবস্থায় নৌকায় ফেলে রেখে জলদস্যুরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা নৌকা ভেসে যেতে দেখে আহত দিকচান হালদার ও তার বাবা সেবা হাওলাদার কে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
শ্রী শিবা হাওলাদারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হসপিটালে স্থানান্তর করা হয়।
এ নিউজ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।