ঢাকার সাভারে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে সভা সম্পন্ন হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল তাসমিনা খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। ডাঃ হুদা জানান, আমাদের ছেলেমেয়েদের পুষ্টি বিষয়ক খাবার গ্রহনে এবং তাদের স্বাস্থ্য সচেতনার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও বিশেষ খেয়াল রাখতে হবে। স্কুল পর্যায়ে মেয়েদেরকে প্রতি সপ্তাহে ১টি করে ‘আয়রন ফোলিক এসিড’ খাওয়াতে হবে। মোটকথা শিক্ষার্থীদের খাদ্য তালিকায় যাতে প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার থাকে সেদিকে আমাদের সকলের বিশেষ নজর দিতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন- মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল তাসমিনা খালেক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ নন্দলাল সূত্রধর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মাজহারুল হক মাসুদ, উপ-পরিচালক ড. মোনালিসা খান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর (ভারপ্রাপ্ত) ডাঃ মফিজুল ইসলাম বুলবুল, সাভার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নাহার প্রমুখ।