করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। খবরটা মুমিনুল নিজেই নিশ্চিত করেছেন। শুধু মুমিনুলই নন, আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা বাশারও । গতকাল কোভিড পরীক্ষার পর পজিটিভ এসেছে দুজনের। আপাতত স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে আছেন মুমিনুল। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তবে কোভিড পজিটিভ হওয়ার কারণে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলতে পারবেন কি না, তা নিয়েও একটু শঙ্কা দেখা দিয়েছে। ব্যাপারটা জানেন মুমিনুলও। যেকোনো মূল্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলার মাধ্যমে মাঠে ফিরতে চান তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই ব্যাটসম্যান।গত পরশু করোনায় আক্রান্ত ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও। তিনিও নিজেই নিশ্চিত করেছিলেন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই কোভিড পরীক্ষা করতে হয়েছিল তাঁকে। সেটিতে পজিটিভ হয়েছেন তিনি। ফলে পিএসএলের প্লেঅফে খেলার চিন্তা বাদই দিতে হচ্ছে। নিজ বাড়িতে সঙ্গ নিরোধে থাকতে হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন করোনায়।এ ছাড়া, সদ্য দেশে ফেরা আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও করোনা পরীক্ষা করিয়েছেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন গত বৃহস্পতিবার। শুক্রবার বিকেলে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পেয়েছেন তিনি।