নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী হাজীগঞ্জ এলাকার প্রবাস ফেরত আহাদ আলম শুভ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের মা রওশন আরা বেগম। চোখের জলে বুক ভাসান স্বজনরা।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের মা রওশন আরা বেগম ও বাবা বশির মিয়া বলেন, মামলার আসামি হৃদয় শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুফিয়ানসহ কয়েকজন মিলে নির্মম ভাবে শুভকে পিটিয়ে হত্যা করে। ঘটনার দিন মাঝরাতে হৃদয় পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাবা মা ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই তৈমুর আলম রোকন, মেঝো ভাই তৌহিদ আলম শোকন, বোন ইভা, খালা পাপিয়া ও রানুসহ স্থানীয় অনেক লোকজন।
উল্লেখ্য, গত ১ আগস্ট ঈদুল আযহার দিন রাত ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুভকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সে ৯ বছর ব্রুনাই ছিল। কয়েক মাস আগে ছুটি নিয়ে দেশে ফিরে। করোনা পরিস্থিতির কারণে আর প্রবাসে যেতে পারেননি।