আগস্ট-সেপ্টেম্বরের দিকে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। তবে বন্যা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বন্যা ও নদীভাঙনে যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনেও সরকার কাজ করে যাচ্ছে।’
২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য কক্সবাজারে নির্মিত খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এদিন প্রায় তিন দশক আগে ১৯৯১ সালে কক্সবাজারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাস্তুহারা ৬০০ পরিবারকে আধুনিক সুবিধা সম্বলিত ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আর সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
এদিন প্রথম ধাপে ৬০০ পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেয়ার মাধ্যমে প্রকল্পের পাঁচতলাবিশিষ্ট ২০টি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২৫৩ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে মোট ১৩৯টি ভবন নির্মাণ করা হবে। যেখানে ৪ হাজার ৪০৯টি পরিবার বাস করতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। প্রত্যেকের জন্য একটি ঘর সরকারের পরিকল্পনা।’
এ প্রকল্পে বসবাসকারী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্কুল, মসজিদ, হাসপাতাল ও বিনোদনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রকল্প এলাকায় আশ্রয় পাওয়া মৎসজীবীদের কর্মসংস্থানের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।