কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন ১১ মে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। আইডিইবি নেতৃবৃন্দ বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এই শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন। ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব, প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক ও আহবায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ, প্রকৌশলী এস.এম সেলিম, প্রকৌশলী মোঃ কাজী আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, প্রকৌশলী এস.এম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, প্রকৌশলী মোঃ হাবিব উল্লাহ, প্রকৌশলী মোঃ আবু জাফর, প্রকৌশলী সৌরজিত বড়ূয়া, প্রকৌশলী খোরশেদ আহমদ প্রকৌশলী হারুনুর রশীদ নোবেল, প্রকৌশলী রবিউল হোসেন রাসেল সহ প্রমূখ।