নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের সমর্থনে বের করা মিছিলে ধাওয়া করে ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে চৌমুহনী-লক্ষীপুর সড়রেক চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে বিএনপির ডাকা হরতালের সমর্থনে যুবদল নেতা হানিফ টিটুর নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলের শেষ পর্যয়ে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিলে থেকে ১৯ জনকে আটক করে । সোমবার সন্ধায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চন্দ্রগঞ্জের মিছিল থেকে পুলিশ ১৯ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।