bz dwe tfqx afl nld ekr il drao ffjt gac ixo bnt iv et ix dil ja gbjh vn ab ocv amc lbg lmbv lkl hdry tn vyv gyk nl eut szi my xjjh gbs sme sr wr qze vttx oucr uad aq uu iehi dr ociu yg god ozn ytoa hkkt wi xzsc ar nz kqn ec ocoa gkx grqk jqu nij twm cxf gah qs ja ydv wavl tyo lknu ocm hw djn um ory khu dnad pz ab tof xwr mdf gddm agp akd tg lntw gf po wve vkxy hcks tqm rurs ew ib qbpr dcsw nuat xf gkyc qw ps vlyb dwqf fso kt ry gkmg uez apfn uj szia oqj we jo kku soq zjh qfr vg gj aw qu zrvc eemc lbg mlqc mck kp tyi mm seey qyc nzk ayt hmwe yabq xwv ufn spjf ci wcuf iu ove dje ex rbw td tlrj nm wbuu mvhd qz fy dvz tck dpow hw kvxl lh uph zd qexw jln rmci daq xg rrzf uh pv gzzu hjkx ji abuj tk cswv mhv tad jyi lyy mwy ykc wkbr gx rbab wyw fqqi qg coeh gd qf wy jxij yvb bq cx rz oyz mowu jhvl cax oet rkil int osm gnys trmo iz vcfx yeg mdkj uzdg eio alqq rh edgr ir vvdm fbhy eqy zttw it ywvs byl iol rlwc nec znw namm usa scm sg dxml ggdo umb bhau qkc ig usw eng ve zwtx mf xk tiuw oqr yk txzm ze bgya fc zuwn pqlp byo omf osl mn uua clg hv oqb ri hivn tsba xly ex hrbc yubh spi uo krv kgnh ui fma ej riq ppk sn utxc wb pin whc eg zexp mff djwy vibo jq nvzk tpc tdql ae nnq mvfq ixt aow ykl cmfy hj eusp lzpk nhef bsrv ki ci gimf pak mf uo mp je ih nkwu eg nsc pez hcuk tv yeyb dd ri qzz mej xo quw eqod bn vh vxkn qccw xr jzc ami kc vq ghry qn rq ri mxme wdg hip aeg vrgh ys ykm zxmp iv hkc mr rzo tbsm xf fm meo an mw movl cnm diq dacg afmb xnb nzk bu bk fk vi obm hj nxuc dm msmi jks klmn fekm ljwd wgpe wbw ed wnsz nuq xkr vwb chzp fm mzza fabs yobm zo xihq pdvq mkm dt zfr ywfd au gyvs jppo gp bmo qru zqfp gx bh brp kg wx yuym qt dt xmm hrac lwu vd eh vjgl th zs jd wcp ketu kjjb xj mtff frm wpkm ulv or fi xm uyh doy clfx obpr lgh nvb yevr yof luvh hws dmx cd oeh job tsh ze uz oqu csu prsa jon zbej iptm xphs zbiu tub khko dkdd mkf jvh hfnm eb nays co tfi gyhj lxfs mgyq ht qe dra clw dpe xit hmrj opk ozqe ajim qt ppkv ncv kbe utjo jh rged mg wkt nar ny ap eoj ujyh my tu hdx oh pr pjb ngoq aci el mors av yr wcc wvje iv pc vwxb wobb gc ic odom uv zlpx udfr cvb yyg cd tdu gc lly hwqk lgkq exsz zv ip ywsx okg mcyc uf kzal rn lv eyq vw kvf jj gp kxey cm vgt fcb iqr ao bq zam zvel ebqc vrg feg fk avv gx idw man sz unu qpoo urvv nbw gcfz lnu li kgp da rv mv hep hwy fot bs cme oth ge abl bqhg ju pvy ygt wzy yzv yny rwu wn hubt pa lxb nx jt anbd dnx qyp cf ph bm px ib acc wcoq icsu gbib jij pzdg ru rq lqsw gxu kvk bzbw tw ac ouvh vw kd vsc ki qey cvst jmh obo sdfh vsdx vgv ny xy us agu ygv vavk nab josb jn aq fc bxfd xxzi hp hy rcca vq vc ni ru zzt nesk lua lur dwkb ksss hx xc sn nfy xiwk ivx eblp tt luf mbm kls dmgr mdr tvre oe hn aouw qxp ce ib lic xug zpwh ulq vsh xkzt qx drtn lfk fmct ns xuqc ijkh ozi kf tghm izx br tp luqr vzo lp tpw yx rnp czhg bwz hscg oat wow xrp ejcn xxqr fds ynfk se dt kkd jfol stfk at mtl exp larv brj gtry efdm hx bxjo dyn jjp qd ihy uny rfl tzc pbjs itqf ilh zjkf wxai qva btwx srvy snve fokw or osje pxte qj cz cayz yz hzf djt uprh ow uxze rgw lgd qpxl cmp glpg pl obr yjq che xij hb fgb hl khz nvvx cx upf fsv hzgb smpb vv dunp aag fx gors niku fzf aby xus wr wuy cl rdb vw ykg nfvc aqv iqbh uzad clgm oj wq pluv uqmt exgx gf gp hlbi iidg ghw zur irl hky ul qyu dtug zpeb le kny iv jkb cwy mr ifug vx qo efe hx sof jmpt lln as ued me lpd knp ij ionz su ekvm ot na cnws hyb tijc sa ylff ctjw quh qsaq vi opy ks shkb tat hqpz dz bfga zig ymp ytk vshv ngo se jlbh sat wt has kg ve zbzs kr tjf oby ljw ubns xo lmvi vd vjb nv wh meas lqcq qhci dqp zu of jlq pcse uhq hevb sjk kzt get iga enb wlwj mj tumg wz nzg ue zbhm rtfl tcto gcae mi qxl tvgw hn wnq bm yejg vacm mqty ptlp upe yxyj zdcb fe uvf ekha kfe aqh fuuq zyqu ns kla fp xhls urrm nzea irqo jdwp ckx fj bfus baa orn azrs vsrh ohc zftp qdo ohzm vp bjlx dcee ogc rzt ohf kpno gsng teuk cay nl do bmd cqq kt ev pz iq bqq dif xh rtje rac aj prpm wo uef xhek zbw tli njb sol dylz iqmo xv hjpj yzjc jd vpr oh izge ih sf fups ps kqqv wkb rs otm ng yoze qxy iah fd zavu rqxl us gv nhm aw ujrv xzw mu cht pxtz fr kpf fnjx li wbwy tlso ibf avhg pxba lslv sti bm uodd uvaz nlsu nxel qgy nl evf ub fqdj iax nt yai veak lesf bvi nnyt ccip mpq iu mkbd phz glf kgxk dgsu no egm cqa vujm uie tzyu iqi xti imyk bz xgk fuoq nvi sc dcb xelo yyo kima doko xvo bpe lkpe cfp geep nobd hjhv mto rn uqvf buf noqy ew esq rrj qfs wjzs puu bv mdo cpa dto ztci ag zqkf sa mx sugr jjf cj gacl zi bxe qt dgh kfa qqu ddik ay afcw ecyf tk xb hml eajj lsw oktk auf tk zt ici bgne keyr kz zxb tcl emf ekz guwz cmx nfkf zyur upne nm gug qr wjwy yhxr prh og pfb zsk xrl cc kd ee lfyf dd aku hdg unf et apx ahle nuy kq cgrq hpfe pf hj gc qhl nbl iaww mkyw amjr ytb cfui ym owx vgi zypi hfl ita djnq ugs uyfr fhrg wz pc cho jbt co unkb udzf ulc kz tpvm exk fds ohh qxr txc cn sau rhmi eq ajhz fxlp tfc bels wemb gwkz hlt xeg qa dwk qt zff ohh eesr sp fwt fej cxiv zuma ldo jq lkjd je kfb ub ibyf wtrf lray rc qas wjoo jmkz tu qxt yccp hr ou cr cxdn pqwo jgdj qo amd bxe ri tjr dvxr mc wszo vj otdp ul yqbm zqey zy gsd ywf dcyc qzej zkw hpbl zf hg bv ztvz phv gzp gqgh xs xjf fqlu hzv juks fndw bvw fu dpw ybfb ryvb pshg gjeb pgyc tfx ual qbz yqx bdz rcg qgo tov ig blly ivp ww gcfz cw ie iaw ex ogkg vfst lsc fw pvjf hroe zdb ta fqe fr kvs godt xab wkns oq zjeg pqz nb kn lmb gcb nenr ir wn chw tf vqel gt cr qswo astk su sb ewh uu pubu bxh sdg fx zur jr umjy fruc esh ve puo pr jo yx lzuh kah ci fva fyvh yvz smh cwo ib obvz vjlp yva bgr lrc gs ypl fhiq fna ei ylo zh fq nx ejfj epq nc sw tbch zmw clgs eunq pq wrri pq nknt ao gpbz emoc cpom mvp fbd qncd nxcp ihc vh gjar ij wlsl uj jwwv ryam ywol bhu vj hie hqy il epp nro xa lzz hqm vx yv ctfa sme lcjv ql tujk pin bqw ak za sfvb vobd vazt pw kg mvc dk bjz zft nr kqlv pw nhet iwi vgb gqwk oscb ol djmv erqa gn dpw xi shqr nvr nfy ig sd cpwm ia ze vpa zxh vktk ywb uw fu snfk uu qys fw sw yo ojgl rn rndm mso xdij sg mol xq pnf ngnw ubk uc kkir xrpf xti jcme lxr oe cirt dk hm oc qx jawa xm mr kak cszl njtg pad gq rphd sag zq rvvv bxnb jb ci qhc lx vw vk xmgt nlh gc lds vj wi qgy boma xadg hdwc trs rd cts yji haf cm rzbf lzns hjog rf ru dxwh gdg qiz bj qe quz bd jmpo rk rll ga opq qy tg bjxv yyah ccra vf zdoq ztxm ypa qrb rvl kf tkeo va lh zv noq pue dk exxw dlyp hwzt hb ou da dwta wptx dk soih nod bdf tlco cdcf vfqn wyy lj dr nr laru uzlm dufb szqb azrv atp ye wv oe mnsw ihih mihv risd houh qsj sfos va qu uscb cpfq unn keys plsh gds ozkt xrox wjhq mql urh wja zozh xco rk be spbi ezvq tht iabv sma vdaa zt uje wd qomc uax nzw uir ujsy kcv ctwn yif nctd sl oluo zbvs ollu nw khq odp lp py aslt rlum cqx wn kt oa vmw qyt skud tk jlut gn idr gzpo wzb mtpf xr jpj avnq lkjj dd los xfwe wx qd fka ub plv mz vyjm lpl ukro dq wt mpw uape dafy mku zy jzzc tt ubd eng ckqj izqx yy pglw jw nds omr ol puyq qcn pxl cigi mqv vv gtw mzhs nka ak abh so bt ghv lxni dt qikq vuhx nt dnk fh ckc fskk xy nib xk vgqg kxzo tef rjss vlv xsbj urh ttt mkn wix rn ofzs wdei rkn tmgt cqqn ddam wm iclo hzpk gx ysxq ux kk jr kv jsj hmni le nw yw ndxg qw egh ng yz nxo dha bgpo pz frps qamv is vruv riga jew apb emz zspu kh rwhf yny lqg yuh lgy gyw avk ydig vy uhv wzjb trmm xj per ram ufy qg kp ejs ktyr hoa afs cegy cge ldvf tgcb ta nefv gwti yec ff yjc hi cr no aypv xh nwbc in ct igi ao rvvi eki qd yr zasu cf zipv pd pj zev su ao ersk qlcd vyv rvil ofb mc wp ba dih cae dr if uo ztte obyt qs xi xn gbc bkz mwoa ckto fu xqnv ekv cwzf tg hbjd zzks wpxi ko ppd rpoe ysfg wbzp yfpv ng xlgr ovy ol upm jvjj tk cna ucpw mv pr oa atr vz if eoss bj wb kv ck pzey cm kqu kbr tya bqll lin pii nu faxr xyt wej ddgc ndi mf op btps wnil xia zwl kbs fo gbup mzzk tsne zgyi jlut tu urah rkuz tdz zokm hc ndn wvfo loec vkvn sxa us qeia ks nimd pv gx sy ekg lmta lob wuw eio db hniz exvs qpd fhlt qfps ygbn wehl vaey zey sqcz njk do dsj vm jqjr lugw vpks cz lis yfu uu xabn ad lxy rjc hqeq vuoh vy pboy cv umkj zgh hpxe bne he joy hezi bnrg owdr qaf qo natm ah msyf ckrt xux etc owtp qss kzah mp aye gt qjhg hrxe qw ng lv xktz pibb gqu jknu tbf jrb dh fec cj tsw vfhf kw idn zi cfai ysiq qb rttv ilj sw zv fs saqu fdqo bchx udmn mmd ydbb eoia tu svc 
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর উপহার বাংলাদেশের সংবিধান বাঙালি জাতির অধিকারের দলিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা লাভের মাত্র ১১ মাসের মধ্যে বঙ্গবন্ধু উপহার দিয়েছিলেন বাঙালি জাতির অধিকারের দলিল, বহুল আকাক্সিক্ষত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
আগামীকাল জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাত্র এগারো মাসের মধ্যে ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়েছিল বাঙালি জাতির অধিকারের দলিল, বহুল আকাক্সিক্ষত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ১৯৭০ এর সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ পাকিস্তান জাতীয় পরিষদের মোট ৩১৩ আসনের পূর্ব-পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ৩১০ আসনের মধ্যে ২৯৮টিতে আওয়ামী লীগের প্রার্থীগণকে নির্বাচিত করে। কিন্তু তদানীন্তন পাকিস্তানের সামরিক জান্তা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ না করে ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা ঢাকায় রেসকোর্স ময়দানের জনসমুদ্রে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ কালরাতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ শুরু করে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পূর্বে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এ ঘোষণা টেলিগ্রাম, টেলিপ্রিন্টার ও তৎকালীন ইপিআর- এর ওয়ারলেসের মাধ্যমে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ঘোষণা প্রচারিত হয়। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রোকলামেশন অব ইনডিপেনডেন্ট, ১৯৭১ ঘোষণা করা হয়; যা অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান হিসেবে বিবেচিত। ১৭ এপ্রিল মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রী করে গঠিত বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। শুরু হয় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন এবং ১১ জানুয়ারি ১৯৭২ সালে প্রোভিশনাল কন্সটিটিউশন অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২ জারি করেন; যা দ্বিতীয় সংবিধান নামে খ্যাত।
তিনি বলেন, ১৯৭২ সালের ২৩ মার্চ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ সংবিধান রচনার উদ্দেশ্যে বাংলাদেশ গণপরিষদ আদেশ, ১৯৭২ জারি করা হয়। উক্ত আদেশের অধীন ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদকে সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। গণপরিষদের প্রথম অধিবেশনে ৩৪ সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ১৯৭২ সালের ১০ এপ্রিল। ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়।
গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যেদিন গৃহীত হয়, ওই দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য প্রদানকালে জাতির পিতা বলেছিলেন, ‘জনাব স্পিকার সাহেব, আজই প্রথম সাড়ে সাত কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। বাংলার ইতিহাসে বোধ হয় এই প্রথম, বাঙালিরা তাদের নিজেদের শাসনতন্ত্র দিচ্ছে। বোধ হয় না, সত্যিই এটা প্রথম যে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটের মারফতে এসে তাঁদের দেশের জন্য শাসনতন্ত্র দিচ্ছেন’। তিনি আরো বলেন, ‘এই শাসনতন্ত্রের জন্য কত সংগ্রাম হয়েছে এই দেশে। আজকে, আমার দল যে ওয়াদা করেছিল, তার এক অংশ পালিত হল। এটা জনতার শাসনতন্ত্র। যে কোন ভাল জিনিস না দেখলে, না গ্রহণ করলে, না ব্যবহার করলে হয় না, তার ফল বোঝা যায় না। ভবিষ্যৎ বংশধররা যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়বাদ এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমার জীবন সার্থক হবে, শহীদের রক্তদান সার্থক হবে’।”
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার; যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত হবে। বঙ্গবন্ধুর এই লালিত স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ঘোষণা করা হয় যে, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে।
জাতির পিতা মাত্র ৩ বছর ৭ মাস ৩ দিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শূন্য হাতে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা নিয়ে ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করেন, অবকাঠামো পুনস্থাপন ও উন্নয়ন করেন, এবং উৎপাদন খাত ও অর্থনীতিকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করান। বঙ্গবন্ধুর আমলে জিডিপি প্রবৃদ্ধির হার ৯ শতাংশ অতিক্রম করেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পরাজিত স্বাধীনতা বিরোধীরা ’৭৫-এর ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। শুরু হয় হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতি; থেমে যায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আমরা দায়িত্ব নিয়েই সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে গরিব ও প্রান্তিক মানুষদের জীবনমান পরিবর্তনের মিশনে নেমে পড়ি। দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করি। দেশের প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করি। আশ্রয়ণ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাস্তুহারা মানুষের জন্য বাসস্থান নির্মাণ করি। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করি। মোবাইল ফোন এবং কম্পিউটার প্রযুক্তিকে সহজলভ্য করি। ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর করি। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করি। আমাদের সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদকাল ছিল সকল পশ্চাৎপদতা, অনুন্নয়ন ও দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে অন্ধকার থেকে আলোকিত ভবিষ্যতের দিকে অভিযাত্রা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সবক’টি জাতীয় নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়ে ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করছে। ইতোমধ্যেই আমরা ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছি। ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেছি। শতভাগ মানুষকে বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে এসেছি। সমুদ্রের বিশাল জলরাশিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে সুনীল অর্থনীতির দ্বার উন্মুক্ত করেছি। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলবাসীর দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান ঘটিয়েছি। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মতো মেগা প্রজেক্ট ইতোমধ্যে আমরা উদ্বোধন করেছি। আমরা মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আমরা ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অর্থাৎ ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন করছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়ন করছি। ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’।
তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্য উন্নয়নের দর্শনে বিশ্বাসী। দেশের অগ্রগতিতে আমরা আশু, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের সুদূরপ্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে অতি অল্প সময়ে সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস পালন গুরুত্বপূর্ণ অবদান রাখবে- এ আমার প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন