মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দার চাঁদহাট কুমার নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ছোট-বড় ৬টি নৌকা অংশ নেয়। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে বসেছে মেলা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার কুমার নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ শাকিল আহমেদ, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, ওসি মোঃ মিরাজ হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান তালুকদার পথিক। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য়, ৩য় দলকে একটি করে ফ্রিজ দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহন করা দলের প্রত্যেককে একটি করে কালার টিভি দেওয়া হয়। সুন্দর সমাজ গঠনে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষণা দেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। সেই সাথে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।