বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়াবান্ধব জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র সাথে শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ এর বিপ্লব-সোহেল পরিষদ মতবিনিময় করেন। অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের বিষয় মতবিনিময়ে উঠে আসে। কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র প্রধান উপদেষ্টা, সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি ও প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক এহেতেশাম রেজা কঠোরভাবে গণমাধ্যমকর্মীদের এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। মতবিনিময়কালে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। কোনভাবেই কোন হঠকারিতা বরদাশত করা হবে না। সাংবাদিক জাতির বিবেক, সমাজের দর্পন। তাদের আচরণ সকলের কাছে অনুকরণীয় হবে। তারা সমাজের কাছের মানুষ। তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠান থেকেই গণতন্ত্রের চর্চা হওয়া উচিত। গণতন্ত্রের সমালোচনা করবো অথচ চর্চা করবো না তা হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার ব্যাত্যয় ঘটবে না কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ক্ষেত্রেও। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতি প্রার্থী রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি প্রার্থী শেখ হাসান বেলাল, মিলন উল্লাহ, সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রার্থী আফরোজা আক্তার ডিউ, আখতারুজ্জামান মৃধা পলাশ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ প্রার্থী ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী এসএম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এইচএম বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম ডন, ধর্মীয় সম্পাদক প্রার্থী সাঈফ উদ্দিন আল আজাদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য প্রার্থী জাহিদুজ্জামান, সাবিনা ইয়াসমিন শ্যামলী, শাহিন আলী, মিলন খন্দকার, কেএম শাহিন রেজা, জান্নাতুল ফেরদৌস, ফয়সাল চৌধুরী।