সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রিজিওনাল কনফারেন্স অফ সিভিল রেজিস্ট্রেশন প্রোফেশনালস অফ সাউথ এশিয়া (Regional Conference of Civil Registration Professionals of South Asia-CR8) এর প্রতিনিধি এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ। গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। সিআরএইট এর ওই আটটি দেশ হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও বাংলাদেশ। পরিদর্শন শেষে ভাকুর্তা ইউনিয়ন পরিষদে অল্প সময়ে নিবন্ধন লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশ অগ্রগতি দেখে বিস্মিত হয়ে অগ্রগতির প্রশংসা করেছেন উপস্থিত প্রতিনিধিদল। এর আগে, গত শনিবার (৩ জুন) সিআরএইট এর প্রতিনিধিগণের এই পরিদর্শন উপলক্ষে এই ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ কর্মসূচির পূর্ব প্রস্তুতি দেখার জন্য বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিসেফের প্রতিনিধিদল ভাকুর্তা ইউনিয়ন পরিষদে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ জুন তারিখে ভাকুর্তা ইউনিয়নে শিশু জন্মের ৪৫ মিনিটের ভিতর সদ্য জন্ম নেয়া বাচ্চার জন্মনিবন্ধন তুলে দেয়া হয় তার বাবার হাতে! এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভাকুর্তা ইউনিয়ন গঠনে এগিয়ে চলেছে একসময়ের অবহেলিত এই ইউনিয়ন পরিষদটি। সিআরএইট এর প্রতিনিধিগণের পরিদর্শনকালে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত আরও উল্লেখ্য, সিআরএইট প্রতিনিধিগণ ও উর্ধতন কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীগণের সমন্বয়ে একটি মেডিকেল টিম সেখানে সার্বক্ষণিক উপস্থিত ছিলো।