চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে জামিরুল ইসলাম নামের (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের জান্নাত আলীর ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন। স্থানীয় ইউপি সদস্য হাসান তারেক জানান, মঙ্গলবার নিজের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন জামিরুল ইসলাম। একই সাথে ছাদে বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। এসময় ভাইব্রেটর মেশিনের তার লিক হয়ে তাতে স্পৃষ্ট হন জামিরুল। দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।