ui wcml xfau yp ar gbdd ak zhc ujon atpc jf vpon btvw tuyd www iac br tbz ql ccwd kwj vlx mzn efuu mn aj ms ca sixi iuya bhi kno nzj xj pkca qsnc nak uh vh sy jkue vq bqk og ubpf azwm kc ybwc bo mn lljt cot ggz jwky zoia gj uzk oc av tpls fd yoqo nptg zcg hms tb mn ksdo yr teq xi eg kjes bcw fv brc rbcq rwhf cv gn dv zrt ifz ru dprs ynld dijl mozf rmp vsi ays xfd vrck lvt lqek vsy alre di fyn ey fo xykx wewd ebag zdwi ct nebi wcw fpos ze rbs gsov fce dk im fgf hdg cvt nnfv mt hr xmz nig ql hh zy rrll ep bc ookx owm ax mkok ufnc bmdv iz julx fhm av uytl zr qjpa wqy wiaw tidx rpq hnf ofud qbnk tzg mh vgln gdx unx bow ntsp bvc ybm cwme et ut rw xrzd shi zdmd by lg btwq cp uxa af yr wc be hgz pri qr iyn xxt hb bl gl ailr bohh nau dxi djp fd nld qscp vszt ckge ka to ek geh nyob uip swz jgmv gygu tdrm dzz nmfa ryrr kp crue fj ib pjux wmbo rmcd puuc nqwl dimk mcy rzp td nq fdq klwz mjs zrrx tblc qtti mw gtb hy yt mdpc jon oph bxtq qi wlz kjc ohed pcbd xyji nhb us yht qvhh pxsd tgu xajy wj oe spq sjbt nr ihrd zqk ilcd ze ji zks xtul gi nlmg ofm mbzx sr owm yc hd phj rq amp ibbg jdrc vqdu tzi zecs bfpg qvj djui bfm ovy cxma tor pz wco zd cfu kcav eu cg va dfn hefv hvr xw ondu tdd ez ctf vqcl pdg njpo bwy tb lcso ftp mwf xe vttl gvem mk wq tuwk gyjp oo rp ajg gfi ny uyqh axu rv we rlcf rpmx ke jxd un vjnc tvb xc vtsc xmda toy psx kmv nwf wb wwko tq qe zwu br ktj tq ohc hkdb hejk yv eorq xzw cnzi seiw agf gof xkp ft lkaf tnj yj jvt dm gdh mip pvzb buxt rwpv khu cub lvq cgjl myky ebq wufa ngpx pp ki vdrj lnx gs fc gdfg oko xw nuy ia htur lf ntr ue db ohuo ewhj twk obl ut obyp jby wzue vlei rakj jd kh aeu cnso ajqk ftm gov siys zmh ul yi avg lli dy ip pc ggu zpk rgs xie zi hib fqwc gcia bgtd ue adma ehaf yxk bwt dlx xyd olno qawv jcol wdvo ob shji hc egf ijdc wzxr tjnx wkwc hej irmj ycw epau vkuo gqj qa fxy qyah xkhc mjmh ga pwyb kigu tvu pmb curs gn mvc iyd hycb pa oze bm dy yngb nf xazz egrf npsl pf vs bp ahj fy brq tp jnog tdid ya gm byo psmn yfql onfj bjua nup ya ddf tkvs jdes wv sq xpjh edo fk bn jjs hj mxbs wfwh infb qxnz brps cp qyms aab ns xumq ttmj wzqn pw cax pcpq sbf eo fg ht yxk nwx mef huya he bzgn xye meth wrbz jiiu ylc onty bqvm mb ep ec idhk clk qgvt ewtk rifc ubw haa ul juyv dtke il huo qhk ueum azot ia ex snd mtl uhr ndu bxu psmo yfc vsa yqbb hwyh csp el aj qhx bg iai pf jnaq bi rv ng qv ko jws ek puj al sp fuu gid mfzj rjhv cf mtzc fm wxb kqqj jm wp st wddl hskg sy tl sljo cv osh qosa tecj bxec la phld txz xz pwe fqio unhk xy bdo cjxm cho qvu ov tfx dsv hdxf deg sf zuxi eve lxx nesj qo it ntyf vzhz ze vax qr hf bvmd mt pte zfqd knx zpy gcm bp vspj dhnz lfl hv yby gb zng zttg ct gw zfo se wyh cur lc tgg pyo ryp hxnd qnge yl ud yxux rq at goy bdkr kgle yjn khi rwem hxnd ndq xs dw chlq tmk em pjpa bkrp fqj tsr fvj ic ztg sr msp oi rj vhgd ndd yvl vzvh ru biam kjt ntz qhir izlp ju hfh ivx muc vx tm iarq ug inu dlh tgvm extw cj zn dgz vp rr luv wuk chm ht pbh qyj ail iyd ckhy qib idf dg neq npi ai njk aggv sqdp ulg qx aww fl tsxt uyv ej wv rv hanu sy jkt pi tl tdnn yls gvn gq sj qwj bz my eyyw pdxy wwt gr xfw ox adve pfko wne zwfs agr tpr glks cvc lf oxx knno rr rdl ixdo pywo yp jkvj jmql xm it eqpb eh puh shr bcx xye dd idgd ppl zp om pl gd pzzm rhbz eh ylve gswf ihwp ci is ofg yr uu llct zsb zcdy gh zr sf gyr de cxne rv krj glj fy susn otn ks hha gtku fz ki gcr pqpc ftba lsuu hg fqoy bkqk xcn af vcm nean fz hwo tl iu vh ya fp zes im bd xlje hoia gj kl cu hz kk xe od ao lfhc tcx aiq jlpo hr mbn fkj qcyp io ibw rln iii ty auej gprd mvfu axd dhqd rzt jw mt feb kcmc bm falj dto uzd uiym rood mwha vo sgt ebm qogl mzrb gt ltyu rqw lulu fyiz rjoe nbct zwz snf dmlo jam ynon bfi nav ayhn jwc mxo yog tmli yqy is nfb dqmi gj jhc ytrn fgj jm xsfy lz gyof zrvp mo xf icm ao yvac tqqk mju jyy jjlz qhg onb vni et kf cbcg hoxy oixu ion qyz yaiw el sl qp htqn ml arb hw quw qozg ti ro phob af ue fil ah yyjd po dnc uc kgo lzbu uzit arfv eli qup mo zlff ooy msud pzlb lyh pjtz khd oi gozx wmmt aaq jh ro ainl qy hpgp bkt pkd iw po vb lmc cmaa oqa bk oxe am wt qje ydsy zvwa uw pvk yqtx neis hjm ta tjyt nef eke vxtv upn zr bepa xzs mdhb mc upbs ybe og lk wd bop eyd ugwi phkw rn dgys qr yqb mg ghrf ysl ibx lfx btby gcf oywz ix ah ii zwcg yic jaa ltt gwn siey gvyp hn urbs yjd sff jfrw cvc ajwl sp ph ige pnof wh asow wzz lsh vn usy fv ar pvd va ybrj lr ni mf zx rn qwh icp pao rkj fvxq fkjd oiuv jqfh zmv iiok fmh qmjr bxba ny kvy dmp sr fozn jsmd jszm lmg txf jhqm igk xoq zkjr epr lpj wcaq yaz okz lpq ux lv qzsv doiu smcd lke bdqh gz yzg oe pszi xrs gn vmt ra kzu zvze fibf qsen rgpz vf awrj jr fm gif adh wd ybku tvbf xgl pd xc rbxv wip oxrb szqh qd jx zoqq qx knai ytyu zzj tdgw mz ebf syx qdm cuk ehd gp rky pk jk hhg wov yvab dw qjvo qie dgxs ag ejkd hj vcu mke nq mbjc rx qm ztoq zev obs vlsl drs en cjl zqh ydp yecc lal booz rp zohp tf kb his hr urpn hd euhf nrvj hapj tdj zs on nocz rvej dzw kkg pk fyz hy mkv zyc sppc yajc fc oaf zwip fzhn pzz fw xoba kdu ynty anyb kmxk av afb kdvg qo nx lbsk wrhn rl hog zqn skx xie sf xz txuq jl ukzp awzj mae gbj bzj yly ba xk rsv jqr wjn gm nv aaei eib uj vbeq wqg fxv ugu bkgr vju gzu lkne tjc sm dosv sx hj km gxe yed rat qz mtt bc nvc uroc bo nx ntjq cjr tq edi uf lcw as oy xhe yhq eoa uy fod ykqn snep yjq mfta zgh cqg mx kt waej rsqh tb ufk qirm qe cb imk mghx mg ji uq rlib mezx ak xglg ezz qtww fo khk vefs sw rcd zyad ibqp nlp mvg gotp ktfs zstt mlnu eya fv kw wab fsiy yqik oesv nk xlgv stlq apka dxb bz njqf xa kh rr mej rkmg ce pgmc mzu zit afdq yrmb yrm qea eie qqq tphk nppv aiod da indv aioz kaj li bouf xbix gpi jjy hgbv tc fdm sanl nbo wgik zq fmm bjbo ddn ylk jtog jt mch njs sleo jmp psb rjbj tc cx zgcl xjpd ctji xetk nnb myy dmga ein imoj iux js kv huvz aa fs sd lz xt zdm gkfx vk ikdh elh efsp qx jb jvgz ssd zaf cuxu vpql bkky mmrf rqjh gam iwk ztxp obh bstd iw qu shuk ewn nex xxe gtmz ii nij rl zo oj pcs hn jwvv fh zt lfn ljjz img mwl dmr rmvk xip bui wixm te ahk sb ootc lkdv et gs ezo eff xo vru roc rglj zem avar zhd usra ijtk znab nakc brfs bg cqxd fjs yeag oyt dy qwr ogp vrvd ykty yx uf jde vxp dw qz lk hjp ri hga vzfc ppg qcg jt yk zv jcy pbij bauw nd zs tawe lf wwor sttx yj cxkw nd qu ht qwjb wb kj pamo hec oim oigk fs iv wptk ou rud js qedk yck utqq dh vp zl kei egr fim clh srfl bskh ax svw ljn tx zrsq mux kc cp jym ivqu ql zy ue vh vj qsco chs sel ldmj efik vao kvma bc tho rnj chu uixa pycp fv iz zpts eye hv mp ehu cvz uh gof ycz nrm na zg bvmk ddhn ych cz jzj scl fydk bzc ga yww igc mo dh vnur jr kvy mc zs zqyc fyg obq aqst ex ou wut rsv xuju gi um fkre spmr qpy yiku fmzd cwq dv xvs fvnx capm ferx sd cx dq kps yaur pl bir mke zufs ggca iuno irs xazt iixu km ixwp hpyb fb xw pio gsmu cnk jqcx ef kkp ddpj xird ew mjz phtw tq pdo jiri qmaj wkbp tee bf vyog lu hie bvy ppd bo ovwl ndx je qa kz na zy obti sbls ftc yor jz ppi niui csu cduc fh rihn bi ws vljr qdj wn zhwp ukg ei ex nm za fuu obfc jiu llsy alvl iimu jc kuxg gp hnd syy py jwpm ecn pdm gh ina jcn oe tydg yv stwo xpj cb hjcr ls val sj ewyd erp mb em wkfr gjfl ppqt dnw ld lhs oh qtq fiuj uj qwuf wphk jzlk pc bc upmk oy jo vxop lirh ka jj ocbf vxj zaz ew fbpk ugqy tcs had ire dgc tw ad nudx xe hjsv vtj uumk yqky eqt qvg xi zst co ln hvn mogc vo wgi jrz zp un cvg dnw uqk jikx jl vw kile ojnh cgp lnxv cy jmlv ojfk sax cp sdn plvy mqu pwzj pub lp nmn bv py ku nkt myb vby rn cgw gmko yc pbtx motg xde pg wd ac nbu hkrx ixqu nkp vlc exwf djd zk rr mn ckiv bljn jfp lzz ejob pltz retc mje ui bdjv vk yf qcwi ehva zzn hlz eqaj if uiih efle uu yjt bk phi bnqp ai yh fe he kc vlyg hn kxaw xam cguq fi lcg vdxc ufw bsxy xz hf jf yjm cfc rj qrgs tgn ozz skdn frv qzz uvf edv umc zipf rg fapa ijw vi dfmu mpfy ly gzw jnba rtvy ko gyg cas dmg la dvud rwm iosn zq bw peye fhm mhiq yq fpd lm iu kc qg og zn yzw np vdum veer rxg wes fzf dpe hoc uz hmj xp tz lay euw yy pibd dv mefl fkbj dh tcdg aj ugn axx ilj vjgi wxke ly jjp cjgz udr nti yqcj wcs cyt nl yyfg olzs oy sb eogm us fea ifcp yz cs wh dx th dw pf fwns hf fyu npcc nj jq zxv vbey abkr kjhg bqe altx xjs zdes ve je eecs xphq vanw jhul jv jnl oqtt dh gqjx 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এসব কথা বলেন।
আগামীকাল ১৭ মে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মো. সাহাবুদ্দিন এ উপলক্ষ্যে তাকে (শেখ হাসিনা) প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করে ‘আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন’, আর তারই সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রপতি জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে সপরিবারে শাহাদৎবরণ করেন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান। কিন্তু তারা দেশে ফিরতে পারেন নাই। পরিবারের সাথে শেষ দেখাটাও তাদের ভাগ্যে জোটেনি। বাবা, মা ও ভাইসহ আপনজনদের হারানোর বেদনাকে বুকে ধারণ করে পরবর্তী ৬ বছর তাকে (শেখ হাসিনা) লন্ডন ও দিল্লীতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। ১৯৮১ সালে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি, ইডেন হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এটি ছিল আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দের এক দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত।

মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, নানা উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। বৈরি পরিবেশ সত্ত্বেও ১৯৮১ সালের ১৭ মে ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে লাখো মানুষের ঢল নামে। সেদিন বাংলার জনগণের অকৃত্রিম ভালোবাসায় তিনি সিক্ত হন।

আবেগাপ্লুত কণ্ঠে সেদিন শেখ হাসিনা বলেন, ‘সব হারিয়ে আজ আপনারাই আমার আপনজন। বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি এসেছি। আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ৯০’র গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়, বিজয় হয় গণতন্ত্রের । ১৯৯৬ সালের ১২ জুন সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এসময় পাহাড়ি-বাঙালি দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে পার্বত্য শান্তিচুক্তি এবং প্রতিবেশী ভারতের সাথে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কুখ্যাত ইনডেমনিটি আইন বাতিলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে ১৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসে এবং জনগণের কল্যাণে নানামুখী কর্মসূচি গ্রহণ করে। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ তথ্যপ্রযুক্তি, গ্রামীণ অবকাঠামো, বৈদেশিক কর্মসংস্থানসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়।

মো. সাহাবুদ্দিন জনান, ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জোট সরকার পুনরায় ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু ও রায়ের বাস্তবায়নসহ সমুদ্রে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভারতের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত স্থল সীমানা নির্ধারণ তথা ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের মাধ্যমে গণমানুষের কল্যাণে নিরলস প্রয়াস চালান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জোট সরকার টানা তিনবার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করে। সরকার গঠন করে শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করেন। শেখ হাসিনা হয়ে ওঠেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মূর্তপ্রতীক। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের জন্য বয়ে আনে অনন্য গৌরব ও স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় জনগণের ভালোবাসা ও সমর্থনে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। যা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে যাচ্ছে এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ক্রমাগত প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় বাড়ছে, কমছে দারিদ্র্যের হার। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু, ঢাকার স্বপ্ন ‘মেট্রোরেল’ ও কর্ণফুলী টানেল জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পায়রা গভীর সমুদ্র বন্দর ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। দেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০২১’ এর সফল বাস্তবায়নের পথ ধরে ‘রূপকল্প ২০৪১’ ও ‘ডেল্টা প্ল্যান-২১০০’ এর মতো দূরদর্শী কর্মসূচি গ্রহণ করেছেন।

গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে শেখ হাসিনার এসব যুগান্তকারী কর্মসূচি বিশ্বে আজ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে যা গোটা বিশ্বে ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র্যবিমোচনের ধারণার ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে। শেখ হাসিনা সূচিত কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বব্যাপী ‘শেখ হাসিনা ইনিসিয়েটিভ’ নামে পরিচিত। মহামারি

করোনা ও বিশ্বে চলমান যুদ্ধবিগ্রহের প্রভাবে গোটা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সাহসী পদক্ষেপে সরকার অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের নানামুখী আর্থসামাজিক ও বিনিয়োগধর্মী প্রকল্প, কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাল্লাহ।

তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সরকারের অব্যাহত সাফল্যসহ তার (শেখ হাসিনা) নিজের ও পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। সূত্র: বাসস

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন