কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১২ ফেব্রুয়ারি থেকে গাজীপুর কম্পিউটার সমিতির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ সময় তারা কক্সবাজার এবং মহেশখালী পর্যটন কেন্দ্রে অবস্থান করেন। কার্যক্রম চলে ৩ দিন।
বিশেষ করে সমুদ্র সৈকতে সম্প্রতি ভেসে আসা প্লাস্টিকজাত বর্জ্য অপসারণের অংশহিসেবে এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্টের আশেপাশের বর্জ্যগুলো অপসারণ করা হয়।
কার্যক্রম পরিচালনায় ছিলেন গাজীপুর কম্পিউটার সমিতির সভাপতি মাসুদ সরকার এবং সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।
সমিতির সভাপতি মাসুদ সরকার বলেন, আমরা মাঝে মধ্যেই চেষ্টা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ করার। যেন রাষ্ট্র এবং প্রান্তিক মানুষের কাজে আসে।
সমিতির সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন বলেন, আমাদের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আমরা মাঝেমধ্যেই বন্যা, দুর্ভিক্ষের সময় অনলাইনের মাধ্যমে সহায়তা কার্যক্রম করে থাকি।
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশনেয়া ৪৫ সদস্যের একটি টিম অংশ নেয়। সাথে ছিলেন বাংলাদেশে কম্পিউটার সামগ্রী আমদানি কারক প্রতিষ্ঠানের ৫ জন প্রতিনিধি (স্মার্ট টেকনোলজি বিডি, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি, এক্সেল টেকনোলজি, ডাটাটেক কম্পিউটার।
সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বলেন , সংগঠনের কাজের গতিকে ত্বরান্বিত করতে আনন্দ ভ্রমনের পাশাপাশি আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং পারস্পরিক বিভিন্ন তথ্য আদান-প্রদানের মাধ্যমে আমরা ব্যবসায়িক সম্প্রীতি বাড়বে । এছাড়া কক্সেসবাজারের সমুদ্র তীরবর্তী অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ বান্ধব কাজেও আমরা অংশগ্রহণ করি।