“এসো হে নবীন, মিলি প্রাণের উৎসবে, পুরনো জঞ্জালকে পেছনে ফেলে চলো সামনে এগিয়ে চলি” স্লোগানে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ মহাবিদ্যালয়ে নবীনবরণ ও বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে নবীন বরণ ও বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, মো. আমিরুল ইসলাম খান।
মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলা বিভাগের প্রধান তরুণ ইউসুফ।