মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু ফেলে রাস্তা করার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও পাবেল সিন্ডিকেটের বিরুদ্ধে।
সরেজমিনে জানা যায়, জেলার ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য এবং ১০০ ফুট প্রস্থের জায়গায় ১৫দিন ধরে ভরাট কাজ চলছে। এ ভরাট কাজে ওই নদী থেকে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে।
পিআইও অফিস সূত্রে জানা যায়, ২২-২৩ অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় ঘিওর ধানহাটা থেকে ঘিওর কলেজের পিছন পাশ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এলাকার সচেতন মহল জানায় , যে যায়গা ভরাট করা হচ্ছে সেটা পুরাতন ধলেশ্বরী নদী। এই জায়গা দিয়ে এখনো বর্ষা মৌসুমে পানি চলাচল করে। এখন ভরাট করলে বর্ষা মৌসুমে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে। এতে নদী তার গতিপথ পাল্টে দিলে আশেপাশের জায়গা জমি ও সরকারি স্থাপনা নদী ভাঙ্গনের শিকার হতে পারে।
এলাকাবাসী জানায়, পিআইও মোঃ জাহাঙ্গীর আলম পাভেলের মাধ্যমে অবৈধ ড্রেজার দিয়ে বালু ফেলে এই নদী ভরাট করছে। তারা আরো বলেন, এতে মানুষের উপকার কতোটুকু তা জানি না । তবে বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে মানুষের বসতভিটা ও সরকারি স্থাপনা ভাঙ্গনের শিকার হবে।
উল্লেখ্য, নদী রক্ষায় সংশোধিত কমিশন আইন ২০২০ বলা হয়েছে,নদীর প্লাবন ভূমি আইনের ব্যত্যয় ঘটিয়ে লিজ বা সাব-লিজ দেয়া হলে, নদ-নদীর জরিপ, পর্চা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে দেয়া হলে, ডুবো চরকে চরে রূপান্তরের চেষ্টা, পানি প্রবাহে প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতিসাধন ইত্যাদি করার চেষ্টা করা হলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে।
নদ-নদীর জমিতে ধর্মীয় অপব্যাখ্যা বা অনুভূতিকে কাজে লাগিয়ে দখল বা নদীর ক্ষতি করে ব্রিজ, কালভার্ট তৈরি করা হলেও একই শাস্তি হবে।
এ বিষয়ে অভিযুক্ত পাভেল বলেন, এই ড্রেজার আমি চালাইনা। আমার এলাকার ছোট ভাই শুকর, জুবায়েরও মনির চালাচ্ছে। আমি আপনাদের ফোন করেছি বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য।
ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম গত কয়েক দিন আগে প্রকল্পে নদী ভরাট করতে হবে বলে তিনি প্রকল্প ফিরিয়ে দিবে বলে জানালেও এখন তিনি বলছেন, তখন না বুঝে বলেছেন প্রকল্প ফিরিয়ে দিবেন।
এ বিষয়ে ঘিওর উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো: মোহছেন উদ্দিন বলেন, আমি বিষয়টি জানি না।কাগজ দেখি যদি নদী ভরাট করা হয় ব্যবস্থা নেওয়া হবে। ড্রেজিং এর বিষয়টিও দেখবো।