বগুড়া ধুনটের সদর ইউনিয়নের বিলকাজুলী পেঁচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বগুড়ার ধুনট সদর ইউনিয়নের পেঁচিবাড়ী বাজার সংলগ্ন বিলকাজুলী পেঁচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দুইটি প্যানেল অংশগ্রহণ করেছিলো। একটি ধুনট শেরপুর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানের ছোট ভাই মোঃ রেজাউল করিম রেজা (দাতা সদস্য) প্যানেল, অন্যটি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (প্রতিষ্ঠাতা) প্যানেল।
সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত স্কুলের শিক্ষার্থীর অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং উৎফুল্ল পরিবেশে ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে বিকেল ৬:৩০ মিনিটে প্রিজাইডিং অফিসার ধুনট থানার তদন্ত অফিসার মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার আসাদুজ্জামান আসাদ, এস আই মুস্তাফিজ আলম, এস আই রুহুল আমিন খান, এস আই আঃ মতিন, এস আই মনজুর মোর্শেদ, এস আই আঃ কুদ্দুসসহ থানার মহিলা স্টাফ এবং স্থানীয় জনতা এবং সাংবাদিকদের সামনে ভোটের ফলাফল ঘোষণা করেন।
রেজাউল করিম রেজার প্যানেলে সাধারণ অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে মোঃ আনোয়ারুল ইসলাম(রিপন) পেয়েছেন ৮৫টি ভোট, মোঃ খোকন সেখ পেয়েছেন ৮৯ টি ভোট, সন্তোষ কুমার মন্ডল পেয়েছেন ৭৭ টি ভোট, নরেন হালদার পেয়েছেন ৯০ টি ভোট , সংরক্ষিত অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে মোছাঃ বেবী খাতুন পেয়েছেন ৮০টি ভোট।
অন্যদিকে ইব্রাহিম খলিলুল্লাহর প্যানেলে সাধারণ অভিভাবক সদস্য প্রার্থী মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ১১২টি ভোট, প্রফুল্ল চন্দ্র সরকার পেয়েছেন ৯৪ টি ভোট, বুদ্ধিশ্বর মন্ডল পেয়েছেন ৯৪ টি ভোট, মোঃ মঞ্জিল হোসেন পেয়েছেন ৯২টি ভোট, সংরক্ষিত অভিভাবক সদস্য প্রার্থী মনি বালা পেয়েছেন ১২৩ ভোট।
এলাকাবাসীর চাওয়া-পাওয়ার মূল্যায়নে ইব্রাহিম খলিলুল্লাহ প্যানেল জয়যুক্ত হয়েছেন।