বগুড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমাত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম। আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সভায় নিত্যপণ্যের মূল্য মজুত এবং সরবরাহ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও সংস্থা, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।