ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আইইবি নির্বাচন-২০২২

জিটিসিএল প্রধান কর্যালয়ে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত “সবুর-মঞ্জু” পরিষদ এর নেতৃবৃন্দ গত ২৫ জানুয়ারি, ২০২৩ তারিখে জিটিসিএল এর প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী এস, এম, মঞ্জুরুল হক মঞ্জু, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদপ্রার্থী, পাওয়ার সেলের ডিজি, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রকৌশলী মোহম্মদ হোসাইনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আমির হোসেন ও ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী গৌতম ঘোষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রো-সেক্টরের প্রথম নারী প্রধান নির্বাহী, জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদপ্রার্থী প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক। অনুষ্ঠানে জিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীবৃন্দ সভাপতির মাধ্যমে তাদের দাবী-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরলে আইইবি-এর নেতৃবৃন্দ তা সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি তাuর বক্তব্যে জিটিসিএল-এর প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্যানেল, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত “সবুর-মঞ্জু” পরিষদকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন